‘ইন্দিরা গান্ধীর জন্মদিন ছিল বলেই ভারত হেরেছে’, রাহুলকে পাল্টা হিমন্ত বিশ্বশর্মার

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup Final) ফাইনালে তরী ডুবেছে ভারতের। এই নিয়ে রাজনৈতিক কাঁদা ছোড়াছুড়িও শুরু হয়েছে‌। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নাম না করে ‘অপয়া’ বলেছেন করেছেন রাহুল গান্ধী। আর এবার তাঁকে পাল্টা দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। শুধু তাই নয়, পাল্টা জবাব দিতে গিয়ে তুলে আনলেন ইন্দিরা গান্ধীর প্রসঙ্গও।

হিমন্ত বলেছেন, বিশ্বকাপের ফাইনালে ভারতের হারের কারণ মোদীর উপস্থিতি নয়, বরং ওই ম্যাচ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) জন্মদিনে হয়েছিল বলেই হেরেছে টিম ইন্ডিয়া। অসমের মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিসিসিআইয়ের কাছে আমি অনুরোধ করব, ভবিষ্যতে কোনও গুরুত্বপূর্ণ ম্যাচ গান্ধী পরিবারের সদস্যদের জন্মদিনে যাতে না রাখা হয়। বিশ্বকাপের ফাইনালের হার থেকে যেন আমরা এই শিক্ষা নিই।’

MODI INDIRA GANDHI YOGI

হিমন্ত বলেন, ‘আমরা সবকটা ম্যাচ জিতলাম। অথচ ফাইনালটা হেরে গেলাম। ঠিক কেন হারলাম, সেটা খুঁজতে গিয়েই আমি বুঝলাম ফাইনালটা পড়েছিল ইন্দিরা গান্ধীর জন্মদিনে। আর সেই কারণেই আমাদের দেশ ব্যর্থ। আমি বিসিসিআইকে (BCCI) অনুরোধ করব, দয়া করে গান্ধী পরিবারের সদস্যদের জন্মদিনে কোনও গুরুত্বপূর্ণ খেলা রাখবেন না।’

উল্লেখ্য, বিশ্বকাপে ভারত হারার পর থেকেই নরেন্দ্র মোদীকে তোপ দাগতে থাকেন বিরোধীরা। ম্যাচ চলাকালীন নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী।

Monojit

সম্পর্কিত খবর