বাংলাহান্ট ডেস্কঃ বিজ্ঞানের অন্যান্য শাখার মত মহাকাশ (space) বিজ্ঞানে ভারত (india) বরাবরই অগ্রণী। এবার পৃথিবীর দিকে খুব ধীর গতিতে এগিয়ে আসা এক নতুন গ্রহাণুর (astroid) সন্ধান দিল গুজরাতের দুই স্কুল ছাত্রী। জানা যাচ্ছে, নিজের কক্ষপথের থেকে একটু একটু করে সরে গ্রহাণুটি পৃথিবীর খুব কাছে চলে আসতে চলেছে।
স্কুলের একটি প্রকল্প করবার সময়ে দশম শ্রেণির শিক্ষার্থী রাধিকা লখানি এবং বৈদেহি ভেকেরিয়া গ্রহাণুটির সম্পর্কে জানতে পারে। তারা তখন গ্রহাণুটির নাম রেখেছিল এইচএলসি 2514।
জানা যাচ্ছে, স্পেস ইন্ডিয়া ও নাসার যৌথ উদ্যোগে একটি প্রজেক্ট করবার সময় হাওয়াই ইউনিভার্সিটির তোলা কিছু মহাবিশ্বের ছবি তাদের হাতে আসে। এই ছবিগুলি বিশ্লেষণ করেই তারা নতুন গ্রহাণুটির সন্ধান পায়৷ জানা যাচ্ছে, একটি সসফটওয়্যার ব্যাবহার করে ছবি গুলি বিশ্লেষণ করছিল তারা।
জুন ২০২০ তে এই প্রজেক্ট শেষ করে তারা সমস্ত তথ্য নাসায় পাঠিয়ে দেয়৷ জুলাই ২৩ এ নাসা থেকে ইমেল মারফত তাদের এই কাজকে স্বীকৃতি জানানো হয়।
জানা যাচ্ছে, গ্রহাণুটি এখন মঙ্গল গ্রহের চারদিকে ঘুরছে। এক্ষুনি তারা পৃথিবীর জন্য কোনো আতঙ্কের কারন হয়ে দাঁড়াবে না। আগামী ১ মিলিয়ন বছরের মধ্যে সেটি পৃথিবীর খুব কাছে চলে আসবে। তখন এটি বেশ বিপজ্জনক প্রমাণিত হতে পারে।
দুই স্কুল ছাত্রীর সাফল্যে এই মুহুর্তে গর্বিত গোটা দেশ। ছাত্রীরা জানিয়েছে, তাদের এই সাফল্য সেলিব্রেট করবার ইচ্ছে থাকলেও লকডাউনের কারনে এই মুহুর্তে তা সম্ভব হয়ে উঠছে না।