চুল কাটার ক্ষেত্রে জ্যোতিষের এই নিয়মগুলি মেনে চলুন

বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক  বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে  এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া  সম্ভব। এর আগে আমরা আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করে কিভাবে সুখ ও সমৃদ্ধিতে পরিবার ভরিয়ে তুলতে পারেন তার কথা বলেছি। আজ জানাবো চুল কাটার ক্ষেত্রে কোন কোন দিন বাদ দিলে আপনার জীবনে খারাপ প্রভাব পড়বে

maxresdefault 77

রবিবারঃ রবিবার দিনটি সূর্যদেবের দিবস হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে যে এই দিন চুল এবং নখ কাটার ফলে একজন ব্যক্তির বুদ্ধি এবং সম্পদের বিনাশ হতে পারে।

সোমবারঃ সোমবার শিবের আরাধনা করা হয়। কথিত আছে যে সোমবার দিনে চুল ও নখ কাটালে  আপনার মনের স্থিতিশীলতা  নষ্ট হতে পারে।

পাশাপাশি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবারে চুল কাটলে একটি প্রতিরক্ষামূলক কবজ হিসাবে কাজ করে, কিছু নির্দিষ্ট রশ্মি মস্তিষ্কের ক্ষতি করে। যদি এই দিনগুলিতে চুল কাটা হয় তবে রশ্মি সরাসরি মস্তিস্ককে প্রভাবিত করে।

জ্যোতিষ শাস্ত্র অনুসারে বুধবার এবং শুক্রবারের দিনে চুল এবং নখ কাটলে গৃহের আয় বৃদ্ধি পায়। ধনসম্পত্তি স্থির থাকে, ব্যবসায় উন্নতি ঘটে, মা লক্ষ্মীর কৃপায় ধনসম্পত্তি বৃদ্ধি পায়।

 


সম্পর্কিত খবর