বাংলাহান্ট ডেস্ক : যে কাজেই হাত দিতে যাচ্ছেন, কোনও না কোনও বাধা পড়ছে। জীবনে কিছুতেই মিলছে না সাফল্য। এমতাবস্থায় অনেকেই ভেঙে পড়ে। লাগাতার ব্যর্থতার মুখে পড়ে মনের জোর হারিয়ে ফেলতে পারেন সহজেই। এমতাবস্থায় ঘরের অত্যন্ত সাধারণ জিনিসেই মিলবে মুক্তির উপায়। কয়েকটি লবঙ্গই (Cloves) দেখাতে পারে বড় চমক।
জ্যোতিষশাস্ত্রে লবঙ্গের (Cloves) কার্যকারিতা অতুলনীয়
শুধু রান্না বা স্বাস্থ্যের ক্ষেত্রেই যে লবঙ্গ (Cloves) কার্যকরী তা নয়। জ্যোতিষশাস্ত্রেও অনেক গুণ রয়েছে লবঙ্গর। বলা হয়, যে কোনও বড় কাজে হাত দেওয়ার আগে লবঙ্গ খেলে সাফল্যের সম্ভাবনা বেড়ে যায় অনেকগুণ। লবঙ্গের (Cloves) কার্যকারিতার ব্যাপারে কী বলছে জ্যোতিষশাস্ত্র?
কর্মক্ষেত্রে সাফল্যের জন্য লবঙ্গ কার্যকরী: জ্যোতিষশাস্ত্রের মতে, বাড়ি থেকে বেরোনোর আগে একটি বা দুটি লবঙ্গ (Cloves) মুখে দিয়ে বেরোলে সাফল্য আসতে পারে। এমনকি কর্মক্ষেত্রে সাফল্য আসার ক্ষেত্রেও লবঙ্গ (Cloves) খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বিশ্বাস করেন, চাকরির পরীক্ষা দিতে যাওয়ার আগে মুখে লবঙ্গ ভরে রাখলে কর্মক্ষেত্রে সাফল্য মেলে। এমনকি মানিব্যাগে কয়েকটি লবঙ্গ (Cloves) রাখলেও অর্থকষ্ট দূর হয়, সমৃদ্ধি আসে বলে বিশ্বাস অনেকের।
আরও পড়ুন : স্বাধীন ভাবে ওষুধের ব্যবসা করতে চান? স্নাতক পাশেই মিলবে লাইসেন্স, ফার্মাসি পড়তে শিক্ষাগত যোগ্যতা কী জানেন?
কী বলছে জ্যোতিষশাস্ত্র: জ্যোতিষশাস্ত্রের মতে, কোনও শুভ কাজের জন্য বাড়ি থেকে বেরোনোর আগে সঙ্গে পাঁচটি লবঙ্গ (Cloves) রাখলে সেই কাজে সুফল লাভ হয়। এক্ষেত্রে জামার পকেটে বা মানিব্যাগে রাখতে হবে লবঙ্গ। জোতিষশাস্ত্র এও বলে, বাড়িতে কর্পূরের সঙ্গে লবঙ্গ পোড়ালে আর্থিক চিন্তা দূর হয়। নেতিবাচকতা বিদায় নিয়ে বাড়িতে আসে সুখ সমৃদ্ধি।
আরও পড়ুন : দুদিনের স্বস্তি উধাও, অগাস্টের তৃতীয় দিনে ফের চড়ল সোনার দাম, আজ ১ গ্রাম কিনতে কত খরচ হবে?
বাড়িতে সর্বক্ষণ অশান্তি, কলহ লেগেই রয়েছে? তাহলে বাড়ির বাইরে ৩ পিস কর্পূরের সঙ্গে আগুনে পোড়াতে হবে ৩ টি লবঙ্গ। তাহলেই বাড়িতে শান্তি ফিরে আসবে বলে বিশ্বাস করেন অনেকেই।
ডিসক্লেমার: জ্যোতিষশাস্ত্র থেকে পাওয়া তথ্য তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। এ বিষয়ে বাংলাহান্টের কোনও দায় নেই।