অশ্বিনের আর্জি করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য জনতা কারফিউ জারি রাখা হোক আগামীদিনেও।

এই মুহূর্তে পুরো বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কের অপর নাম করোনা ভাইরাস। এই মারন ভাইরাসের হাত থেকে দেশবাসী কে রক্ষা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জনতা কারফিউ এর ডাক দিয়েছিলেন। করোনা ভাইরাস রুখতে দেশবাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই আহ্বানে ব্যাপক সাড়া দিয়েছিলেন। গতকাল রাস্তা ঘাটের ছবি দেখে বোঝায় গিয়েছে যে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ সফল হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশব্যাপী মানুষকে বার্তা দিয়েছিলেন করোনা মোকাবিলায় সকল কে একজোট হয়ে লড়াই চালিয়ে যেতে হবে। জনতা কারফিউ এর মত আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই ডাকে সাড়া দিয়েছিলেন দেশবাসী। রবিবার সকাল থেকেই কার্যত জনশূন্য ছিল কলকাতা থেকে দিল্লি, মুম্বাই থেকে চেন্নাই। অন্যান্য রবিবার বিভিন্ন শহরে যে ভিড় চোখে পড়ে রবিবার সেই ভিড় দেখা যায় নি। অনেক কম মানুষ রাস্তায় বেড়িয়ে ছিলেন।

modi ji jio

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই উদ্যোগ সফল হতে দেখার পর ভারতীয় ক্রিকেট দলের ফিঙ্গার স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এই জনতা কারফিউ আগামী দিনগুলোতেও জারি রাখার দাবি জানান। এইদিন একটি টুইট করে অশ্বিন লিখেন আজ রাস্তাঘাট পুরো পিন ড্রপ সাইলেন্স ছিল। দেশের মানুষের উচিৎ এইভাবেই সরকার কে সাহায্য করা। সেই কারণেই অশ্বিন দাবি করেন করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য আগামী দিনগুলিতেও জনতা কারফিউ জারি রাখতে হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর