ঘড়িতে রাত ১ টা ১৩, গভীর রাতে আচমকাই বারাণসী স্টেশনে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে বারাণসী (varanasi) সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। সফরের প্রথম দিনই অর্থাৎ সোমবার কাশী বিশ্বনাথ করিডরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তারপর ঠাসা কর্মসূচি সেরে সন্ধ্যায় গঙ্গা আরতিও দেখেন তিনি। মঙ্গলবার আবার বিজেপি শাসিত বারোটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক সেরে বিকেলেই রাজধানীর উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

সোমবার সফরের প্রথম দিন পূর্ব প্রতিশ্রুতি মতন কাশী বিশ্বনাথ করিডর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে ভৈরব মন্দির, শ্রী কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন এবং দেবতার দর্শনও করেন প্রধানমন্ত্রী। তারপর মূল অনুষ্ঠান, বৃক্ষরোপণ একাধিক কর্মসূচী পর পর সাজানো ছিল প্রধানমন্ত্রীর।

রাতের কর্মসূচী সম্পন্ন হয়ে গেলেও, আচমকাই সোমবার রাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে ভ্রমণে বেরোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গভীর রাতে মুখ্যমন্ত্রী যোগীকে সঙ্গে নিয়ে করলেন বারাণসী শহর পরিদর্শন। বারাণসী স্টেশন থেকে শুরু করে কাশির বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতির পরিদর্শন করে সেকথা নিজেই ট্যুইটে জানালেন প্রধানমন্ত্রী।

এবিষয়ে প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘কাশীর গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্পের জন্য এই পবিত্র শহরের জন্য সবথেকে ভাল পরিকাঠামো গড়ে তুলতে হবে। আর এটাই আমাদের লক্ষ্য’।

আরও এক ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘আমার পরবর্তী গন্তব্য বারাণসী স্টেশন। রেল যোগাযোগ উন্নত করা থেকে শুরু করে পরিচ্ছন্ন, আধুনিক এবং যাত্রী বান্ধব স্টেশনও তৈরি করা হবে, এটাই আমাদের লক্ষ্য’।

বিশেষজ্ঞদের মতে, আগামী বছরই উত্তর প্রদেশে রয়েছে নির্বাচন। আর তার আগেই নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে গিয়ে এক মুহূর্তও সময় নষ্ট করলেন না প্রধানমন্ত্রী, বেরিয়ে পড়লেন গভীর রাতেই।

X