অবশেষে মোদির পথে মমতা !রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে মোদির ছায়া মমতার খাদ্য দপ্তরে, চালু হচ্ছে নয়া নিয়ম

 

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে মোদির পথে মমতা। 15 ই ফেব্রুয়ারীর মধ্যে আঁধারের সাথে রেশন কার্ড কে সংযুক্তিকরণ করতে হবে। এমনই নির্দেশ জারি করছে সরকার। তবে এ বিষয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য দপ্তর এর সমস্ত বিষয় খতিয়ে দেখেন। তার জন্য বারবার তিনি নির্দেশ জারী করেছেন বিভিন্ন দপ্তরে।

কিন্তু এবার সরাসরি মালিকদের নির্দেশ দেন তিনি স্বচ্ছতা রক্ষা করবার জন্য। বারংবার অভিযোগ ওঠে রেশ্ন দোকান গুলির।দোকানগুলিতে কারচুপির এবং নামের বদলে অন্য নামে রেশন তোলার অভিযোগ। এবং পরিচয়পত্রের অভিযোগ উঠেছে বহুকাল ধরে।

816390 modi mamata pti

 

এই রেশন ব্যবস্থা নিয়ে বহুবার বাম জমানায় সংস্কার করা হলেও কিন্তু এখনো পর্যন্ত স্বচ্ছতার তেমন আওতায় আনতে পারেনি খাদ্য দপ্তর। কিন্তু মিড ডে মিল কে অনেকটা স্বচ্ছতার আওতায় এনেছে বর্তমান সরকার।

যদিও কিছু কিছু অভিযোগ খবরের দুনিয়ায় মাঝেমাঝে শোরগোল তোলে। কিন্তু রেশন ব্যবস্থা দুর্নীতির অভিযোগ একটা সময় ছিল প্রচুর পরিমাণে । কিন্তু বর্তমান নিয়ম অনুযায়ী সপ্তাহে একবার নয় মাসে একবার রেশন দেবে সরকার। যেন কোন আসল গরিব মানুষ বাদ না যায় সেদিকেও লক্ষ্য রাখতে বলেছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।


Udayan Biswas

সম্পর্কিত খবর