রিজার্ভেশন থাকলেও শহীদ স্মরণের জেরে সিট পেলেন না তরুণী! রাগে আটকে দিলেন আস্ত ট্রেন

বাংলাহান্ট ডেস্ক : তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) পক্ষ থেকে ২১শে জুলাই শহীদ দিবস পালন করা হয় ধর্মতলায়। এই বছরও তার অন্যথা হচ্ছে না। গতকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী-সমর্থকরা আসতে শুরু করে দিয়েছেন ধর্মতলায়। শহীদ দিবসকে কেন্দ্র করে ট্রেনে-বাসে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে লোকাল ট্রেনগুলিতে উপচে পড়ে ভিড়।

প্রতিবছরই অভিযোগ থাকে তৃণমূল কর্মী সমর্থকরা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করছেন কিংবা রিজার্ভ করা সিট দখল করে নিচ্ছেন। এ বছরও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ধরনের খবর উঠে আসছে। এবার রিজার্ভ করা সিটে বসতে না পেরে এক মহিলা ট্রেন যাত্রী ক্ষোভে ফেটে পড়লেন। বৃহস্পতিবার রিজার্ভ করা সিটে বসতে না পারার কারণে রাগান্বিত হয়ে ওই রেল যাত্রী বসে পড়েন ট্রেনের সামনে।

পরিস্থিতির মোকাবিলা করতে আসরে নামতে হয় রেলের ঊর্ধ্বতন কর্তা ও রেল পুলিশকে। পুরুলিয়া স্টেশনে এই ঘটনাটি ঘটেছে গতকাল। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে ওই যুবতী ও অন্যান্য কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন রূপসী বাংলা এক্সপ্রেসের সামনে এবং তাদের সাথে পুলিশ কর্মী ও রেল কর্মীরা কথা বলছেন।

এরপরে পুরুলিয়া স্টেশনে প্রায় ৩০ মিনিটে দাঁড়িয়ে থাকে রূপসী বাংলা এক্সপ্রেস। ট্রেন আটকে দেওয়ার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন রেল পুলিশ ও রেলের কর্তারা। তাদের কাছে ওই মহিলা যাত্রী অভিযোগ করেন সিট রিজার্ভ করা সত্ত্বেও তৃণমূল কর্মীরা তাকে বসতে দেয়নি এবং তার সাথে অভাব্য আচরণ করেছেন।

সুচন্দ্রা সাহা নামের ওই যাত্রী অভিযোগ করেছেন, তৃণমূলের কর্মী-সমর্থকদের এই আচরণের কথা শোনার পরেও রেলের কর্মীরা তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেননি। এই ঘটনার ফলে পুরুলিয়া স্টেশনে ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে রূপসী বাংলা এক্সপ্রেস। এরপর রেল কর্তারা ওই যাত্রীকে বোঝাতে সক্ষম হলে ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর