চলছে গুলির লড়াই, বাংলায় Senco-র দুটি শোরুমে একই সময়ে হানা ডাকাতদের! ভাইরাল হাড়হিম করা ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : সেনকো গোল্ড (Senco Gold) এর দুটি ব্রাঞ্চে একই দিনে ফিল্মি কায়দায় হানা দিল ডাকাত। রীতিমত ফিল্মের চিত্রনাট্যের মতো ডাকাত দল ডাকাতি করল এই দুটি শোরুমে। আজ এমন ঘটনা ঘটল সেনকো গোল্ড এর নদীয়া ও পুরুলিয়ার দুটি শোরুমে। পুরুলিয়ায় সেনকো গোল্ড এর শোরুমে সোমবার সকালে ঢুকে পড়ে এক দল দুষ্কৃতী।

দোকান থেকে প্রচুর গয়না নিয়ে চম্পট দেয় তারা। এমনকি চলে গুলিও। আবার নদীয়ার (Nadia) রানাঘাটে প্রায় একই সময় সেনকো গোল্ড এর শোরুমে হামলা হয়। দুষ্কৃতীরা কর্মীদের মারধর করে নিয়ে চম্পট দেয় সিংহভাগ গয়না। পুলিশ এই ঘটনায় রানাঘাট থেকে গ্রেফতার করেছে চার জনকে। সূত্রের খবর পুলিশের সাথে গুলির লড়াইয়ে আহত হয়েছেন একজন।

আরোও পড়ুন : একধাক্কায় অনেক সস্তা রান্নার গ্যাস! ২০০ না ৪০০ টাকা ? দেখুন, আপনাকে কত কম দিতে হবে

জানা গেছে আজ দুপুরে সেনকো গোল্ডের রানাঘাট শোরুমে খুব একটা ভিড় ছিল না। সেই সময় কয়েকজন দুষ্কৃতি ঢুকে পড়ে শোরুমের ভেতর। শোরুমের নিরাপত্তা রক্ষীদের কপালে বন্দুক ঠেকিয়ে চলে লুটপাট। একজন কর্মীকে বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারাও হয়। লুটপাট শেষে দুষ্কৃতীরা গুলি চালাতে চালাতে বেরিয়ে যায় শোরুম থেকে।

রানাঘাটের সেনকো গোল্ড এর শোরুমের কর্মীরা জানিয়েছেন, প্রথমে দুইজন ঢুকেছিল ক্রেতা সেজে। এরপর আরো সাতজন দুষ্কৃতী ঢুকে পড়ে শোরুমের ভেতর। তাদের মুখে ছিল না কোনও মুখোশ।দুষ্কৃতীদের দল মাত্র কুড়ি মিনিটের মধ্যে শোরুমের সব সোনা ও হীরের গয়না লুট করে। পুলিশ এরপর চারজনকে ধরতে সক্ষম হয়।

আরোও পড়ুন : বাবা চাষি, টিউশন করে চালিয়েছেন পড়াশোনা! WBCS ক্র্যাক করে BDO হলেন মুর্শিদাবাদের মেয়ে

প্রত্যক্ষদর্শীদের দাবি, যখন দুষ্কৃতীরা শোরুম থেকে বেরিয়ে বাইক করে চম্পট দিচ্ছিল সেই সময় তাদের সাথে পুলিশের গুলির লড়াই হয়। তাদের থেকে একটি ব্যাগ উদ্ধার করা গেছে। লুট হওয়া কিছু গয়না তাতে আছে বলে জানিয়েছে পুলিশ। নদিয়ার পুলিশ জেলার সুপার কে কান্নান জানিয়েছেন, “পুলিশ ধাওয়া করে ডাকাত দলের চারজনকে ধরতে পেরেছে। এই ঘটনার তদন্ত চলছে।”

1200 675 19385534 thumbnail 16x9 sona

তবে পুরুলিয়ায় (Purulia) সেনকো গোল্ড এর শোরুমে ডাকাতির ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি। তদন্তকারীদের সন্দেহ হয়ত এর পিছনে কাজ করছে বড় কোনো র‍্যাকেট। কেন একই দিনে এবং একই সময়ে একই সংস্থার দুটি শোরুমে ডাকাতির ঘটনা ঘটল সেই বিষয়টি ভাবিয়ে তুলছে তদন্তকারীদের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর