বাজেট অধিবেশনের শুরুতেই কোবিন্দের ভাষণে CAA নিয়ে প্রশংসা

বাংলা হান্ট ডেস্কঃ  শুরু হয়ে গেল এ বছরের বাজেট অধিবেশন । বাজেট অধিবেশনের শুরুতেই সংসদে ভাষণ দিলেন রাষ্ট্রপতি রানাথ কোবিন্দ। ভাষণে স্পষ্ট উঠে এল  সংশোধিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গ । সংসদে দাঁড়িয়ে রীতিমতো সিএএ আইনের প্রশংসাই করে গেলেন কোবিন্দ ।

nbf 5e33bfc1024e8

এদিকে শুক্রবার বাজেট অধিবেশন শুরুরু আগেই সিএএ সহ বেশ কিছু ইস্যুতে বিক্ষোভ দেখায় কংগ্রেস সহ বিরোধী দলগুলি । আর সংসদের মধ্যে রাষ্ট্রপতির ভাষণের সময় একদিকে দেশের সরকার পক্ষ যেমন হাততালিতে ভরিয়ে দিল, তেমনি বিরোধী আসন থেকে ওঠে ‘শেম শেম’ স্লোগান। তাঁর ভাষণে প্রতিবাদ আন্দোলনের মধ্যে হিংসারও সমালোচনা করেন কোবিন্দ।
সিএএ প্রসঙ্গে মহাত্মা গান্ধীর প্রসঙ্গ তুলে আনেন রামনাথ কোবিন্দ । দেশভাগের সময় গান্ধীজি বলে ছিলেন, পাকিস্তান, বাংলাদেশ থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং অন্য ধর্মীয় সংখ্যালঘুরা এ দেশে আসলে তাদের ভারতের নাগরিকত্ব দেওয়া উচিত । তাঁর এই ইচ্ছাকে শ্রদ্ধা জানানো উচিত, বলেন কোবিন্দ ।

সংসদের দুই কক্ষের নতুন সিএএ আইন পাস হওয়ায় খুব খুশি তিনি, সে কথা নিজেক মুখেই স্বীকার করলেন রাষ্ট্রপতি কোবিন্দ । জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং জম্মু-কাশ্মীরকে লাদাখ থেকে আলাদা করে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের জন্যও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। এদিকে, রাষ্ট্রপতির ভাষণের প্রতিবাদ জানিয়ে সংসদে পেছনের সারিতে গিয়ে বসেন কংগ্রেস প্রেসিডেন্ট সনিয়া গান্ধী।

সম্পর্কিত খবর