নতুন বছরের শুরুতেই বড় সুখবর, একধাক্কায় বেশকিছুটা কমে গেল গ্যাসের দাম, জেনেনিন আজকের রেট

বাংলাহান্ট ডেস্কঃ নতুন বছর শুরু হতে না হতেই সুখবর পেল দেশবাসী। নতুন বছরেই একলাফে বেশকিছুটা কমে গেল গ্যাসের দাম (lpg cylinder price)। যার ফলে নতুন বছরেই কিছুটা হলেও স্বস্তির মুখে দেশবাসী। তবে গৃহস্থের রান্নার গ্যাসের দাম না কমলেও, কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

নতুন বছরেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের (IOCL) পক্ষ থেকে এক বিবৃতি জারি করে এমনটা জানানো হয়েছে। প্রতি মাসের প্রথম দিনই এইসকল বিষয়ে দাম হ্রাস বৃদ্ধি হয়। আর সেই দামের হ্রাস বৃদ্ধি সকালেই জানতে পেরে যান মানুষজন। আর সেইমত করেই তাঁরা চলতে শুরু করে।

Price of 122 rupees decreas LPG cylinder

তবে বেশকিছু মাস ধরে গৃহস্থের রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে কোন হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে না। একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবে বাণিজ্যিক গ্যাসের দাম প্রতি মাসেই বেশ তরতর করে বৃদ্ধি পেতে দেখা যাচ্ছিল। এবার সেই দামের বৃদ্ধিতে কিছুটা লাগাম পড়ল। সিলিন্ডার প্রতি দাম কমে গেল ১০০ টাকা।

শেষ বছরে অর্থাৎ ২০২১-র ডিসেম্বরে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধির পর, নতুন বছরের নতুন মাস অর্থাৎ জানুয়ারিতেই ১০০ টাকা কমে গেল সেই দাম। আর দাম কমে বর্তমানে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কলকাতায় দাঁড়িয়েছে ২০৭৭ টাকা এবং মুম্বাইয়ে হয়েছে ১৯৫১ টাকা।

অন্যদিকে ভর্তুর্কিহীন রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম দিল্লী ও মুম্বইয়ে রয়েছে ৮৯৯.৫০ টাকা, কলকাতায় ৯২৬ টাকা এবং চেন্নাইয়ে রয়েছে ৯১৫.৫০ টাকা ৷ বাণিজ্যিক গ্যাসের এই দাম হ্রাসের ফলে কিছুটা হলেও স্বস্তি মিলেছে বাইরের খাবার প্রিয় মানুষজনের।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর