বাংলা হান্ট ডেস্ক: যত দিন যাচ্ছে ততই চুরির ঘটনা বাড়ছে সর্বত্র। এমনকি, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই এই সংক্রান্ত খবর প্রতিদিনই উঠে আসে খবরের শিরোনামে। এমতাবস্থায়, এবার এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এল রাজস্থান (Rajasthan) থেকে। জানা গিয়েছে, সেখানকার যোধপুর (Jodhpur) জেলা থেকে একইসাথে ১৬ টি গাধা চুরি হয়ে গিয়েছে।
স্বাভাবিকভাবেই, এই ঘটনায় অবাক হয়ে গিয়েছেন সকলেই। মূলত, সোমবার গভীর রাতে গ্রাম থেকে ১৬ টি গাধা চুরি হয়। এমতাবস্থায়, চুরি যাওয়া এক একটি গাধার দাম প্রায় ১৫ হাজার থেকে ২৫ হাজার টাকা হবে বলে জানা গিয়েছে। এদিকে, এই ঘটনায় বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছেন ওই গাধাগুলির মালিক। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে যোধপুর জেলার জয়তিবাস গ্রামে। ইতিমধ্যেই ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট গ্রামীণ থানায় গাধা চুরির মামলা দায়ের করেছেন ওই গ্রামের বাসিন্দা ভানওয়ারলাল দেওয়াসী। পাশাপাশি, ভানওয়ারলাল তাঁর রিপোর্টে পুলিশকে জানিয়েছেন যে, বাড়ির কাছে একটি শেডের মধ্যে ১৬ টি গাধাকে বেঁধে রাখা হয়েছিল।
কিন্তু, গত সোমবার রাতে গাধা চুরি করে নিয়ে যায় চোর। এদিকে, মঙ্গলবার সকালে তিনি একটিও গাধাকে দেখতে না পেয়ে রীতিমতো অবাক হয়ে যান। পাশাপাশি, ওই রিপোর্টে তিনি গ্রামে বসবাসকারী গুলাব রাম, লক্ষ্মণ রাম ও পুনারাম ভাটকে চুরির ঘটনায় সন্দেহের তালিকায় রেখেছেন। এমতাবস্থায়, তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
এই প্রসঙ্গে ভানওয়ারলাল বলেন যে, গাধা চুরির কারণে তাঁর রোজগারের ক্ষেত্রে রীতিমতো সঙ্কট দেখা দিয়েছে। তিনি ওই গাধাগুলিকে দিয়ে মাটি বহন করতেন। পাশাপাশি, ওই আয় থেকেই সংসার চালাতেন। এমতাবস্থায়, পুলিশ জানিয়েছে, প্রথমে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শীঘ্রই এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।