বৃহস্পতিবার হতে চলেছে “হাইব্রিড” সূর্যগ্রহণ! জেনে নিন কখন এবং কোথায় দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

বাংলা হান্ট ডেস্ক: সূর্যগ্রহণের (Solar Eclipse) মত মহাজাগতিক ঘটনা সবসময়ই একটি বাড়তি আগ্রহ সৃষ্টি করে সকলের মধ্যে। প্রতি বছরই প্রায় এই বিরল দৃশ্য প্রত্যক্ষ করা যায়। সেই রেশ বজায় রেখেই এবার চলতি বছরের প্রথম সূর্যগ্রহণটি সম্পন্ন হতে চলেছে। ইতিমধ্যেই NASA (National Aeronautics and Space Administration) জানিয়েছে যে, আগামী ২০ এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবে সকলে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এবারের সূর্যগ্রহণে হিরের আংটির বদলে রীতিমতো সোনার আংটি দেখা যাবে পৃথিবীর আকাশে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই বিরল সূর্যগ্রহণের নাম হল “হাইব্রিড” সূর্যগ্রহণ। এটির একটি বিশেষত্ব রয়েছে। মূলত, এক্ষেত্রে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া হয় ছোট। যার ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি ভাবে আড়াল করতে পারে না।

এমতাবস্থায়, চারপাশ থেকে সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যায়। অর্থাৎ, মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে সোনার আংটির মতো দেখতে লাগে। মহাকাশবিজ্ঞানীরাও এই দৃশ্যকে বিরল মহাজাগতিক দৃশ্য বলে অভিহিত করেছেন। এর আগে ২০১৩ সালে এহেন গ্রহণ দেখা গিয়েছিল। এদিকে, দু’টি “হাইব্রিড” সূর্যগ্রহণের মাঝে সাধারণত ১০০ বছরের ব্যবধান থাকে বলেও জানা গিয়েছে।

তবে, ফের এই ঘটনার সাক্ষী থাকার জন্য ক্রমশ আগ্রহ বৃদ্ধি পাচ্ছে সকলের মধ্যে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই NASA জানিয়েছে, এটিই ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ। পাশাপাশি বছরের শেষ সূর্যগ্রহণটি হবে আগামী অক্টোবর মাসের ১৪ তারিখে। তবে, এই “হাইব্রিড” সূর্যগ্রহণ দেখা যাবে কেবলমাত্র মাত্র একটি শহর থেকেই।

whatsapp image 2023 04 17 at 8.57.06 pm (1)

কোথায় দেখা যাবে “হাইব্রিড” সূর্যগ্রহণ: জানা গিয়েছে এই গ্রহণের ফলে তৈরি হওয়া সোনার বলয় শুধুমাত্র অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ দেখে দেখা যাবে। যদিও, অস্ট্রেলিয়ার বেশ কিছু এলাকাসহ ইস্ট ইন্ডিজ, ফিলিপিন্স, নিউজিল্যান্ড এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে আংশিকভাবে এই সূর্যগ্রহণ দেখা যাবে বলেও জানা গিয়েছে। এমতাবস্থায়, ভারতের আকাশে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে, সরাসরি সম্প্রচার মারফত এটি প্রত্যক্ষ করা যাবে। আগামী ২০ এপ্রিল ভারতীয় সময় ভোর ৩ টে ৩৪ মিনিট থেকে সকাল ৬ টা ৩২ মিনিট পর্যন্ত দেখা যাবে এই গ্রহণ।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর