নির্ভয়া কাণ্ডে অভিযুক্তদের ফাঁসির দিন এগিয়ে আসছে, অথচ তিহারে নেই ফাঁসুড়ে

বাংলা হান্ট ডেস্ক : হায়দরাবাদ কাণ্ডের জেরে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি তোলা হচ্ছে বিভি্ন্ন মহল থেকে। আর এরই মধ্যে এগিয়ে আসছে দিল্লীর নির্ভয়া গণধর্ষণে অভিযুক্তদের ফাঁসির দিন। যদিও
এই ঘটনার অন্যতম অভিযুক্ত রাষ্টপতির কাছে ক্ষমাভিক্ষা চেয়েছেন। যদিও তা গ্রাহ্য হবে না একেবারে নিশ্চিত, তবে এরইমধ্যে তিহার জেলে ফাঁসুড়ে নিয়েসমস্যা তৈরি হয়েছে।702609 nirbhaya case

কারণ, তিহাল জেলে এখন একটাও ফাঁসুড়ে নই। তাই কিভাবে ফাঁসি দেওয়া হবে, এই নিয়ে যথেষ্ট চিন্তিত জেল কর্তৃপক্ষ। যদিও এসমস্যা নতুন কিছু নয়। কারণ, এর আগে শেষ বার আফজল গুরুর ফাঁসির সময় থেকে তিহার জেলে ফাঁসুড়ে ছিলনা। সেই সময় এক রাতের জন্য ফাঁসুড়ে  খুঁজতে গিয়ে নাজেহাল হতে হয়েছিল জেল কর্তৃপক্ষকে।

আর সেই ২০১৩ থেকে এখনও অবধি একজনও ফাঁসুড়ে নেই তাহিরে। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে জেল কর্তৃপক্ষে। কারণ, একটা সময়ের জন্য কাউকে নিযোগ করা য়ায না। আবার ফুলটাইমের জন্য ফাঁশুড়ে নিয়োগ করাটাও বেশ কষ্টের। তাই সব মিলিয়ে কার্যত শিরে সংক্রান্তি অবস্থা তিহারে।

উল্লেখ্য, হায়দরাবাদের গণধর্ষণের অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছেন অনেকেই। যদিও কেউ কেউ আবার ফাঁসি দিয়ে একবারে মারা যাবে এমন মন্তব্য করে তিল তিলে ধর্ষকদের মারা উচিত বলে মন্তব্য করেছেন।


সম্পর্কিত খবর