আবারো হামলা বন্দে ভারতে, এবারও নাম উঠল বিহারের! তবে মেলেনি কোনও আঘাতের চিহ্ন

বাংলা হান্ট ডেস্ক : আবারও একই ঘটনাট পুনরাবৃত্তি। পাঁচদিনের মধ্যে পরপর দু’বার হামলা চালানো হল বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express)। আজ রবিবার আবারও বিহারের বারসই থেকে সেমি হাইস্পিড এঔ ট্রেনটিকে লক্ষ্য করে ছোঁড়া হয় পাথর। এই অভিযোগ এনেছেন যাত্রীদের একাংশ।  অভিযোগ পেয়েই রেল পুলিস দুটি জায়গায় ট্রেনটি পরীক্ষা করে। প্রাথমিকভাবে ট্রেনের দেওয়াল বা দরজায় আঘাতের তেমন কোনও চিহ্ন পাওয়া যায় নি। অবশ্য যাত্রীদের অভিযোগ গুরুত্ব সহকারেই খতিয়ে দেখা হচ্ছে বলে রেল প্রশাসন সূত্রে খবর।

রবিবার নিউ জলপাইগুড়ি (NJP) থেকে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস। বিকেলের দিকে বিহারের (Bihar) উপর দিয়ে যাচ্ছিল ট্রেনটি। জানা যাচ্ছে, বারসই ছাড়ার পর সি১১ (C11)কোচে পাথর ছোঁড়া হয়। এমনই অভিযোগ করেন ওই কামরার যাত্রীরা। অভিযোগ পেয়েই বারসইয়ের পর একটি স্টেশনে ট্রেনটিকে দাঁড় করিয়ে পরীক্ষা করা হয়। তাতে দেওয়াল কিংবা দরজায় আঘাতের কোনও চিহ্ন মেলেনি।

vande bharat (2)

এরপর ট্রেনটি মালদহে পৌঁছলে আরও একবার পরীক্ষা করা হয়। কিন্তু তখনও কিছু পাওয়া যায়নি বলে খবর। তবে সি ১১ কোচে যে পাথর ছোঁড়া হয়েছিল, সে বিষয়ে বারবার অভিযোগ করেছেন যাত্রীরা। এ বিষয়ে কাটিহার (Katihar)ডিভিশনের কমান্ডান্ট কমল সিং জানান, ‘যাত্রীরা পাথর ছোঁড়ার অভিযোগ করেছেন। আমরা সেই অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসটি পরীক্ষা করে দেখা গিয়েছে, আঘাতের তেমন কোনও চিহ্ন নেই। সিসিটিভি ফুটেজ ভালভাবে খতিয়ে দেখা হবে। অভিযোগ পেয়েই সব জায়গায় আরপিএফকে সতর্ক করা হয়েছে।’

এর আগে ৩ জানুয়ারি মালদহ ছাড়ার পর হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। তাতে  একটি কোচের দরজাও ভেঙে যায়। তদন্তে দেখা যায়, বাংলার কোনও স্থান থেকে নয়, বরং পাথর ছোঁড়া হয়েছিল বিহারের একটি জায়গা থেকে।


Sudipto

সম্পর্কিত খবর