ইন্দিরা গান্ধীর খারাপ সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন অটল বিহারি বাজপেয়ী, করে ছিলেন পাশে থাকার প্রতিজ্ঞা

বাংলাহান্ট ডেস্কঃ ১৯৭৭ সালে অটল বিহারি বাজপেয়ী (Atal Bihari Vajpayee) তৎকালীন বিদেশমন্ত্রী হওয়ার পর প্রথম গিয়েছিলেন ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) বাড়ি। সেখানে গিয়ে তাদের আশ্বস্ত করেছিলেন সরকার বদলাবে না। সেই সময় ইন্দিরা গান্ধী এবং তাঁর পরিবার আশঙ্কায় ছিল, যে জনগণ আবার না তাদের পিটিয়ে মেরে ফেলে। সেই সময় অটল বিহারি বাজপেয়ী তাদের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, দেশের জনগণ এবং সরকার কখনই তাদের বিরুদ্ধে যাবে না।

সেই সময় প্রায় ২০ হাজার মানুষের উপর নির্যাতন হয়েছিল। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছিল। শুধুমাত্র ক্ষিপ্ত হওয়াই নয়, মানুষ আইন নিজের হাতে তুলে নিতেও দ্বিধাবোধ করত না। সেইসময় দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীকে দেওয়া কথা, শুধুমাত্র কথার কথাই ছিল না- সেটা অটল বিহারি বাজপেয়ীর একপ্রকার প্রতিজ্ঞা ছিল।

Indira Gandhi ili 50 img 3

অটল বিহারি বাজপেয়ী সেই সময় ইন্দিরা গান্ধীর বিষয়ে বলেছিলেন, ‘সংসদে আমরা যতই একে অপরের প্রতিপক্ষ হই না কেন, ব্যক্তিগত জীবনে আমাদের ভালো সম্পর্ক ছিল। যখনই ওনার সঙ্গে দেখা হয়েছে, ততবারই আমার মনে হয়েছে উনি কোন অজানা ভয়ের আশঙ্কায় থাকতেন। গভীরভাবে কোন কিছু নিয়ে চিন্তা করতেন। সবদিকেই তাঁর নজর থাকত, কিন্তু মন খুলে কখনই কিছু বলতেন না। পাছে গোটা বিশ্ব তাঁর বিরুদ্ধে চক্রান্ত করে। সেই ভয় সবসময় তাঁকে তাড়া করে বেড়াত’।

atal bihari vajpayee 1

তিনই আরও জানিয়েছিলেন, ‘১৯৮০ সালটা ইন্দিরা গান্ধীর কাছে একদিকে যেমন ভালো ছিল, তেমনই অন্যদিক খারাপও ছিল। সেইসময় তাঁকে আবারও দেশের প্রধানের আসনে বসানো হয় এবং অন্যদিকে বিজেপির বোম্বাই অধিবেশনে আমার ভাষণ সকলের হৃদয় আকর্ষণ করে নেয়’। সেই সভা থেকে অটলজির বক্তৃতার কিছু অংশই পরবর্তীতে বিজেপির শ্লোগানে পরিণত হয়।


Smita Hari

সম্পর্কিত খবর