‘প্রথমে কাশ্মীর তারপর গোটা ভারতকেই আনব দখলে’, শোয়েব আখতারের বিতর্কিত মন্তব্যের ভিডিও ভাইরাল

প্রাক্তন পাকিস্তানি (Pakistan) ফাস্ট বোলার শোয়েব আখতারের (Shoaib Akhter) সাথে ভারতীয় (india) ক্রিকেটারদের আপাত সম্পর্ক ভালো। কিন্তু এবার রাওয়ালপিন্ডি এক্সপ্রেসই করে বসলেন বিতর্কিত মন্তব্য।

images 2020 12 25T164424.380

‘গাজওয়া-এ- হিন্দ’ এর মতো অলীক কল্পনায় বিশ্বাস করে শোয়েব বলে বসলেন, প্রথমে কাশ্মীর দখল করব তারপর আক্রমণ করব গোটা ভারতকেই। ভিডিও ভাইরাল হতেই তুমুল সমালোচিত এই পাকিস্তানী জোরে বোলার। সকলেই বলছেন, যথেষ্ট শিক্ষিত হয়েও শোয়েব এই চরম অশিক্ষায় কীভাবে নিমজ্জিত রয়েছেন।

শোয়েব আখতার, পৃথিবীর সর্বকালের সেরা জোরে বোলারদের মধ্যে একজন। পাকিস্তানের সীমানা ছাড়িয়ে ভারতেরও অনেক তরুন শোয়েবের মতো জোরে বল করতে চান। অনেক উঠতি ফাস্ট বোলারেই আদর্শ তিনি। কিন্তু তিনি যে  ‘গাজওয়া-এ- হিন্দ’ এর তত্ত্বে বিশ্বাস করেন তা জেনে হতভম্ব নেটাগরিকরা।

ভাইরাল ভিডিওতে শোয়েবকে বলতে শোনা যায়, আগামী ভবিষ্যতে ভারতের দখল নেবে ইসলামি শক্তি। সাহিত্যে ‘গাজওয়া-এ- হিন্দ’ এর যে  উল্লেখ রয়েছে তা একদিন সত্যি হবে। যেদিন ইসলামিক শক্তি সেটা করতে পাররে, সেদিন দুবার রক্তে লাল হয়ে উঠবে অ্যাটক নদীর জল। আফগানিস্তান থেকে সৈনিকরা অ্যাটকে পৌঁছবে। উজবেকিস্তান ও আরব থেকেও সেনারা আসবে।  মুসলিমরা প্রথমে কাশ্মীর এবং পরে গোটা ভারতই দখল করে নেবে।

পাকিস্তানের অনেক ক্রিকেটারই ভারত সম্পর্কে অনেক বিতর্কিত মন্তব্য করেছেন। এই তালিকায় শোয়েব ছিলেন না এতোদিন। কিন্তু এবার এই মন্তব্য প্রমাণ করল সবটাই দেখনদারি। ভারতে তুমুল জনপ্রিয় শোয়েব মুখেই ভারত সম্পর্কে ভালো ভালো কথা বলেন কিন্তু অন্তরে পুষে রেখেছেন  ‘গাজওয়া-এ- হিন্দ’ এর ভাবনা।

সম্পর্কিত খবর