ফের পয়েন্ট নষ্ট এটিকে মোহনবাগানের, নতুন বছরে জয়ের মুখ দেখেনি সবুজ মেরুণ শিবির

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চললো সুযোগ নষ্টের প্রতিযোগিতা। তাই বলের দখল নিজেদের কাছে রেখেও লাভ হলো না বিশেষ। দুর্বল চেন্নাইয়ান এফসির (Chennaiyin FC) বিরুদ্ধে ফের পয়েন্ট নষ্ট করলো এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। তাই চলতি বছরে দুটি ম্যাচ খেলেও এখনো জয়ের দেখা পাওয়া হল না মেরিনার্সদের। শেষদিকে ফ্রেডরিকো গ্যালাগো, স্লাভকো ডামজানোভিচদের মাঠে এনেও গোলের মুখটি খুলতে পারলো না জুয়ান ফেরান্দোর দল।

এটিকে মোহনবাগান গোলরক্ষক বিশাল কায়েথ বেশ কয়েকটি সেভ করেন যার মধ্যে সব কটি সেভ বিপদজ্জনক ছিল না। তবে চেন্নাই থেকে সম্পূর্ণ হাতে ফিরতে হচ্ছে না মে সবুজ মেরুন শিবিরকে তার জন্য তাদের গোলরক্ষককে ধন্যবাদ দিতেই হবে। পরের ম্যাচে ঘরের মাঠে ওড়িশা এফসির মুখোমুখি হবে তারা। সেই ম্যাচে যদি তাদেরকে হাঁটতে হয় তাহলে পয়েন্টস টেবিলে ৫ নম্বরে নেমে যেতে হবে তাদের।

আজ দুটি বড় সুযোগ নষ্ট করেছেন লিস্টন কোলাসো এবং ব্র্যান্ডন হ্যামিল। ওই সুযোগগুলোই কাজে লাগাতে পারলে এটিকে মোহনবাগান পুরো ৩ পয়েন্ট নিয়েই কলকাতায় ফিরতো। সুযোগ নষ্ট করেছেন হুগো বুমোও। অন্যদিনের চেয়ে কিছুটা অফ কালার ছিলেন তিনি।

আজ চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ০-০ ফলে ড্র করার পর পয়েন্টস টেবিলে ৪ নম্বরে রয়েছে সবুজ মেরুণ শিবির। লিগ শিল্ড জয়ের আশা প্রায় শেষ। লিগের শীর্ষ দুই স্থানে থাকা মুম্বাই সিটি এফসি এবং হায়দরাবাদ এফসি এতটাই এগিয়ে রয়েছে যে মোহনবাগানের পক্ষে তাদের আর স্পর্শ করা প্রায় অসম্ভব। তাই সরাসরি আই এস এল এর প্লেয়ার পর্বে যোগ্যতা অর্জন করার আশাও হারাচ্ছেন মেরিনার্সরা।

সম্পর্কিত খবর

X