গতবারের বদলা নিলো এটিকে মোহনবাগান! ISL ফাইনালে সুনীলদের মুখোমুখি সবুজ মেরুণ শিবির  

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সোমবার বেশি রাতেও যুবভারতীতে ৫০,০০০ মানুষ শ্বাস বন্ধ করে অপেক্ষা করছেন চরম মুহূর্তের। গায়ে সবুজ মেরুণ জার্সি, বুকে চাপা উত্তেজনা! এবারের আইএসএল ফাইনালে কি উঠবে তাদের প্রিয় দল।গতবার চ্যাম্পিয়ন হওয়া দল হায়দরাবাদ এফসি এবং তাদের কাছে হেরে ছিটকে গিয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু এবার সেই হারের বদলা নিয়ে টাইব্রেকারে ম্যাচ জিতে আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান। ফাইনালে তাদের প্রতিপক্ষ সুনীল ছেত্রীর বেঙ্গালুরু।

খেলার নির্ধারিত সময়ে বলের ওপর দখল থেকে ম্যাচে দাপট সবকিছুই বেশি ছিল এটিকে মোহনবাগানের। কিন্তু ওই ৯০ মিনিট এবং তারপরে অতিরিক্ত ৩০ মিনিট ভালো ফুটবল খেলেও কোন লাভ হয়নি। ফলে অবধারিতভাবে ম্যাচ গড়ায় পেনাল্টি শ‍্যুট আউটে।

চলতি মরশুমে এটিকে মোহনবাগানের নিচে দুর্ভেদ্য প্রহরী হয়ে উঠেছেন গোলরক্ষক। আজ টাইব্রেকারেও নিজের সেই সুনাম বজায় রাখলেন তিনি। হাভিয়ে সিভেরিওর শট বাঁচিয়ে নায়ক হন তিনি। এরপর বার্থেলেমিউ ওগবেচের শট পোস্টে লেগে ফেরে।

এখানেই সেমিফাইনালের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। কিন্তু দিমিত্রি পেট্রাটোস, ফেদ্ররিকো গ্যালাগো ও মনবীর সিং গোল করার পর হ্যামিল বাইরে পেনাল্টি মারায় কিছুটা উৎকণ্ঠা তৈরি হয়েছিল। এরপর চতুর্থ পেনাল্টি থেকে গোল করে নায়ক হয়ে যান অধিনায়ক প্রীতম কোটাল।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর