প্রথম দুবছর আইএসএল চ্যাম্পিয়ন হলেও গত দু’বছর একেবারে ছন্দে পাওয়া যায়নি এটিকে দলকে। আর তাই এবার আইএসএল শুরু হওয়ার আগে থেকেই এটিকে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে এবার অন্য কোনো কোচ নয় এটিকের দায়িত্ব তুলে দেওয়া হবে আইএসএল জয়ী কোচ আন্তোনিও লোপেজ হাবাসের হাতে। সেই সঙ্গে এটিকে তাদের দলে নিয়ে এসেছে অস্ট্রেলিয়া লিগে খেলা দুই তারকাকে। একজন হলেন রয় কৃষ্ণ অপরজন হলেন উইলিয়ামস। এই তিন জনের উপর ভর করে এটিকের রেসের ঘোড়া দৌড়ে চলেছে কোন বাধা না মেনে।
গতকাল এটিকের ম্যাচ ছিল এবারের আইএসএলের অন্যতম শক্তিশালী দল নর্থইস্ট ইউনাইটেড ক্লাবের বিরুদ্ধে। এই নর্থইস্ট ইউনাইটেড ক্লাব এবার দারুন ভাবে নিজেদের গুছিয়ে নিয়েছে। এই দলে রয়েছে ইউরোপের বিভিন্ন তারকা ফুটবলাররা, সেই সাথে দলে রয়েছে 2010 এবং 2014 সালে বিশ্বকাপ খেলা ঘানার ফুটবল আসামোয়া গিয়ান। গতকালের আগে পর্যন্ত নর্থইস্ট একটিও ম্যাচ হারেনি কিন্তু গতকাল এটিকের আক্রমনের কাছে কার্যত অসহায় মনে হয়েছিল নর্থইস্ট ইউনাইটেডকে। তাদের ঘরের মাঠে 3-0 গোলে নর্থইস্ট ইউনাইটেড কে হারালো এটিকে।
এইদিন এটিকের হয়ে একটি গোল করেন উইলিয়াম অপরদিকে এটিকের হয়ে জোড়া গোল করেন এবার আইএসএলে সবথেকে বেশি গোলদাতা রয় কৃষ্ণ। আর এই দুজনের পায়ের জাদুতে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড 3-0 গোলে হারালো এটিকে। এই জয়ের ফলে 7 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে চলে গেল আন্তোনিও হাবাসের এটিকে। সাংবাদিক সম্মেলনে এসে হাবাস জানিয়েছেন যে দলের খেলায় তিনি অত্যন্ত খুশি এই ভাবেই তার দলকে শেষ পর্যন্ত খেলতে দেখতে চান তিনি।