সৌতিক চক্রবর্তী,শান্তিনিকেতন,বীরভূমঃ গতকাল গভীর রাতে এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টায় চাঞ্চল্য ছড়ালো বীরভূমে শান্তিনিকেতন থানার অন্তর্গত কোপাই গ্রামের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে। আজ সকালে এই ঘটনাটি সামনে আনেন স্থানীয় বাসিন্দারা ও এটিএম কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে গিয়ে দেখা গেলো,দুস্কৃতিকারীরা এটিএম মেশিনটির কিছু অংশ ভেঙে ফেলেছে। এটিএম ঘরের চারিদিকে ছড়িয়ে,ছিটিয়ে পড়ে রয়েছে এটিএম মেশিনের যন্ত্রাংশ। তবে দুস্কৃতিকারীরা এটিএম মেশিনটির কিছু অংশ ভেঙে ফেললেও টাকা লুঠপাট করতে পারেনি বলে মনে করছেন কর্তৃপক্ষ। কারণ,যে ভল্টে টাকা থাকে সেই ভল্টটি অক্ষত অবস্থায় রয়েছে। ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শান্তিনিকেতন থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তবে এইরকম ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার এটিএম লুঠ করার মতো ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ এর আগেও কাউকে গ্রেফতার করতে পারেননি। বোলপুর থেকে আমোদপুর যাওয়ার জন্য যে হাইরোডটি রয়েছে সেই সংলগ্ন কোপাই গ্রামে এই এটিএমটি অবস্থিত। কিন্তু এত ব্যস্ততম রাস্তায় কী করে দুস্কৃতিকারীরা এতক্ষণ ধরে তাণ্ডব চালালো? প্রশ্ন উঠছে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।