এরদোগান জাতিসংঘে তুলে ধরলেন কাশ্মীরের পরিস্থিতি

বাংলাহান্ট ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান জাতিসংঘে কাশ্মীরের পরিস্থিতি তুলে ধরলেন। মঙ্গলবার জাতিসংঘের ৭৪ তম সাধারণ অধিবেশনে তিনি কাশ্মীরের কথা তুলে ধরেন।

images 12 3

এরদোগান বলেন, বিগত ৫০ দিন ধরে কাশ্মীরে কারফিউ চলার কারণ এই কাশ্মিরিদের সাধারণ জীবনযাপন ব্যাহত হচ্ছে। তিনি আরও বলেন, ৭২ বছর ছোট জাতিসংঘের রেজ্যুলেশন থাকা সত্ত্বেও কাশ্মীর সংকটের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এরদোগান, ভারত ও পাকিস্তানকে আহ্বান জানিয়ে বলেন, কাশ্মীর ইস্যুতে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধি ও স্থিতিশীলতা থেকে আলাদা করা যাবে না। দুই দেশকেই সংলাপের মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করতে বলা হয়েছে। এবং কাশ্মিরের জনগণকে ভারত ও পাকিস্তানের প্রতিবেশীদের সাথে একসাথে সুরক্ষিত ভবিষ্যতের দিকে নজর দিতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত সরকার জম্মু কাশ্মীর থেকে তাদের বিশেষ স্বাধীনতা তুলে দিয়ে জম্মু-কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত করেন। ভারত সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বহু কাশ্মীরি। আবার অনেকে ভারতের সাথে থাকতে রাজি হননি। এরপর থেকেই পাকিস্তানে চলেছে টানাপড়েন। স্কুল-কলেজ খুলে যাওয়ার পরও পড়ুয়ারা স্কুলে যেতে ভয় পাচ্ছে।কাশ্মীর থেকে বারে বারে এসছে বিক্ষিপ্ত দাঙ্গার খবর।

অন্যদিকে পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে সমর্থন করেননি। ভারত সরকার ৩৭০ ধারা তুলে দেওয়ার পর থেকেই পাকিস্তান সরকার বিভিন্নভাবে ভারতকে অসহযোগিতা করেন। ভারতের সিদ্ধান্তকে সমর্থন না জানিয়ে পাকিস্তান সরকার ভারত সরকারের সাথে সব রকম বাণিজ্যিক চুক্তি ভঙ্গ করে। এর আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন জাতিসংঘে তুলে ধরবেন।

সম্পর্কিত খবর