বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে পরিবহণ দফতরের তরফ থেকে টোল প্লাজায় টাকা দেওয়ার জন্য ব্যক্তিগত গাড়িতে ফাস্ট ট্যাগ স্টিকার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশ জুড়ে সমস্ত নতুন মডেলের গাড়িগুলিতে এখন ফস্টার লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে পাশাপাশি পুরনো গাড়িগুলিতে পোস্টার লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের পয়লা ডিসেম্বর থেকেই এই নয়া নিয়ম কার্যকর করা হচ্ছে।
টোল প্লাজাগুলিতে দীর্ঘ যানজট কমাতে এবং যাত্রীদের সময় বাঁচাতে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের তরফ থেকে এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই সমস্ত গাড়িগুলি কি ফস্টারের আওতায় আনার কথা বলছে কেন্দ্র। প্রতিটি টোল প্লাজায় টাকা জমা দিতে গেলে দীর্ঘক্ষণ লাইন দিতে হয় আর এতে সমস্যায় পড়েন যাত্রীরা, অনেক ঝক্কিও পোহাতে হয় তাই এই ফাস্ট্যাগের মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মালিকের টাকা কেটে নেওয়া হবে।
ইতিমধ্যে দেশের পাঁচ শো 60 টোল প্লাজায় এই নিয়ম কার্যকরী হচ্ছে। FASTAG কী? এটি একটি স্টিকার যা গাড়ির উইন্ড স্ক্রিনে আটকানো থাকবে, সেতু টোল প্লাজায় পৌঁছনো মাত্রই স্ক্যানারে স্ক্যান হয়ে অটোমেটিক টাকা কেটে নেবে। অবশ্যই এই ফাস্ট্যাগের সঙ্গে মালিকের অ্যাকাউন্টের নম্বর যুক্ত থাকতে হবে তবেই টাকা কাটা সম্ভব হবে। আসলে এই স্টিকারের মধ্যে থাকা রেডিও ফ্রিকোয়েন্সি অটোমেটিক কাজ করবে।
ডেবিট ক্রেডিট কার্ডের সঙ্গে এই বিশেষ টি কার্ডের লিঙ্ক থাকবে। তাই দেশের সমস্ত টোল প্লাজাগুলিতে এই আওতায় নিয়ে আসারও চেষ্টা করছে কেন্দ্র। কিন্তু যত দিন না অবধি স্টিকার লাগানো হয় ততদিন গাড়ির মালিককে টোল প্লাজায় আসল দামের সঙ্গে বাড়তি টাকা গুনতে হবে। ইতিমধ্যেই কেন্দ্রের তরফ থেকে রাজ্যের বিভিন্ন সড়ক পথ গুলিতে টোল প্লাজা ঘুড়ির আধুনিকীকরণ করা হচ্ছে।