হামলা চলবে ধর্মীয় স্থানে, যোগী-শাহকে খুনের জন্য প্রস্তুত ১১ আত্মঘাতী জঙ্গি! হুমকির মেল ঘিরে চাঞ্চল্য

বাংলাহান্ট ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) মারার জন্য প্রস্তুত ১১ জন ‘সুইসাইড বম্বার’। ধারাবাহিকভাবে হামলা চলবে ধর্মীয় স্থান ও গুরুত্বপূর্ণ স্থানগুলিতেও।- সিআরপিএফ-এর (CRPF) দপ্তরে আগত ইমেল ঘিরে চাঞ্চল্য প্রশাসনিক মহলে।

দিন কয়েক আগে সিআরপিএফ-এর দপ্তরে এক ইমেল আসে। যেখানে হুমকি দিয়ে লেখা হয় অমিত শাহ এবং যোগী আদিত্যনাথকে খুনের ছক তৈরি। যে কাজের জন্য প্রস্তুত ১১ জন ‘সুইসাইড বম্বার’। সেইসঙ্গে দেশজুড়ে বহু ধর্মীয় স্থান ও গুরুত্বপূর্ণ স্থানগুলিতেও ধারবাহিকভাবে হামলার হুমকিও দেওয়া হয়েছে মেল মারফত।

vbvbjb

দেশের এই দুই প্রধান সারির ব্যক্তিত্বের নামে এরকম প্রাণনাশের হুমকির মেল পাওয়ার পর মঙ্গলবার সর্বসমক্ষে এই কথা জানায় সিআরপিএফ। যার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। এই হুমকি মূলক মেল কোথা থেকে এল সেবিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।

বর্তমান সময়ে দেশের বেশকিছু রাজ্যে ভোটের মরশুম চলছে। এই সময় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে এরকম হুমকির খবরে কিছুটা চিন্তায় রয়েছে প্রশাসন। সতর্কবার্তা জারি করা হয়েছে দিকে দিকে। চলছে তল্লাশি।

Smita Hari

সম্পর্কিত খবর