বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে BJP কর্মীদের উপর নৃশংস হামলা! আহত ৩, অভিযুক্ত তৃণমূল

বাংলা হান্ট ডেস্ক : ফের বিজেপি (Bharatiya Janata Party) কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটল পশ্চিমবঙ্গে। এবারেও অভিযোগের তির তৃণমূলের (Trinamool Congress) দিকে। গতকাল বিজেপি নেতা প্রীতম দত্ত (Pritam Dutta) একটি ছবি প্রকাশ্যে আনেন। সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি প্রহৃত অবস্থায় শুয়ে রয়েছেন। ছবিটি রীতিমতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

কী দেখা যাচ্ছে ওই ছবি তে? দুটি ছবি একসঙ্গে কোলাজ করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন তরুণ বিজেপি নেতা প্রীতম দত্ত। ছবিটিতে দেখা যাচ্ছে। এক ব্যক্তি শুয়ে রয়েছেন। তাঁর মুখ দেখা যাচ্ছে না। তবে ওই পিঠে স্পষ্ট আঘাতের চিহ্ন। দগদগে হয়ে রয়েছে ক্ষতস্থান। রীতিমতো আঁৎকে ওঠার মত দৃশ্য। এই ছবির সঙ্গে কোলাজ করা হয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলার বিষ্ণুপুর ২ এর আমতলা গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রের একটি আপৎকালীন বিভাগের টিকিট। শেয়ার করার সঙ্গে সঙ্গেই এই ছবি ভাইরাল হয়ে যায়।

প্রীতম দত্ত ছবির উপরে লেখেন, ‘এটা ডায়মন্ড হারবার মডেল মাননীয় অভিষেক ব্যানার্জী? ফলতা বিধানসভার মল্লিকপুর অঞ্চলের পদ্মপুর গ্রামের বিজেপি কর্মী, রাজু মিস্ত্রী কে আজকের জাহাঙ্গির খানের বাহিনী আলতাব হোসেন মোল্লা মল্লিকপুর অঞ্চলের উপপ্রধান, এবং বুদ্ধ মন্ডল, বিলাস হালদার ও তার বাহিনীরা তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করেছে। এছাড়াও বিক্রম মন্ডল ও গোরাচাঁদ নস্কর কে অনুরূপভাবে আজ অত্যাচার করেছে।

pritam 2

প্রসঙ্গত, চলতি মাসের প্রথম সপ্তাহে অনুরূপ একটি ঘটনা ঘটে। তবে তা ছিল আরও বেশি মর্মান্তিক। স্ত্রী ও ছেলের সামনে থেকে বিজেপি কর্মীকে অপহরণ করে খুনের অভিযোগ প্রকাশ্যে আসে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচা এলাকায়। নিহত ব্যক্তির নাম বিজয়কৃষ্ণ ভুঁইঞা। নিখোঁজ সঞ্জয় তাঁতি নামে আরও এক বিজেপি কর্মীর। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা এলাকা। এক্ষেত্রেও অভিযোগের তির তৃণমূলের দিকে।

এই বিষয়ে ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা জানান, ঘটনার দিন বিকেল ৫টা নাগাদ বাকচায় বিজয়কৃষ্ণকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়। এই ঘটনায় শাসকদলের যোগ রয়েছে বলেই দাবি তাঁর। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ময়নার তিনমাথার মোড়ে পথ অবরোধ করে বিজেপি।

অশোক দিন্দা আরও বলেন, ‘বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইঞা তাঁর স্ত্রী ও ছেলেকে নিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁর উপর হামলা হয়। হইচই শুনে পাড়ার লোকজন ছুটে গেলে বন্দুক দেখিয়ে বিজয়বাবুকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা।’ এলাকায় বোমাবাজিও করা হয় বলে অভিযোগ।

Sudipto

সম্পর্কিত খবর