রানাঘাটে BJP বিধায়কের গাড়িতে হামলা, নিগ্রহের চেষ্টা! অভিযোগের আঙ্গুল শাসকদলের বিরুদ্ধে

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর শেষ হওয়ার কয়েকদিন যেতে না যেতেই ফের একবার প্রকাশ্যে তৃণমূল (Trinamool Congress) বনাম বিজেপি (Bharatiya Janata Party) দ্বন্দ্ব। একদিকে দলীয় একটি কর্মসূচিতে যোগদান করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী (Mukutmani Adhikari), আবার অপরদিকে পুজোর বিসর্জনের শোভাযাত্রা বের হয় আর এই দুটি মুখোমুখি আসতেই একে অপরকে উদ্দেশ্য করে আক্রমণ এবং পরবর্তীতে ভয়ংকর রূপ ধারণ করে সেই পরিস্থিতি। ইতিমধ্যেই বিজেপি বিধায়ককে নিগ্রহের অভিযোগ তুলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল শিবির।

রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। সূত্রের খবর, গতকাল নৌকারি এলাকায় বস্ত্র বিতরণ করার অনুষ্ঠানে যোগদান করার স্বার্থে রওনা দিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে রানাঘাটের দত্তফুলিয়া বাজার সংলগ্ন এলাকায় দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রার মুখোমুখি হয়ে পড়ে তাঁর গাড়ি।

অভিযোগ, বিসর্জনের শোভাযাত্রা এবং বিজেপি বিধায়কের গাড়ি মুখোমুখি আসতেই মুকুটমণিবাবুকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করে একদল মানুষ। পরবর্তীতে তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। এক্ষেত্রে বিধায়কের নিরাপত্তা রক্ষীদের আক্রমণ করা হয়। বর্তমানে অবশ্য বিজেপি বিধায়ক সুস্থ রয়েছেন বলে জানা যাচ্ছে।

ঘটনার সূত্রপাত কোথায়? সূত্রের খবর, মুকুটমণি অধিকারীর গাড়ি শোভাযাত্রার মুখোমুখি হওয়ার পর তাঁকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান দেয় কয়েকজন লোক। পরবর্তীতে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে গাড়ি থেকে নেমে আসেন বিজেপি বিধায়ক এবং এরপরই তাঁকে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনা প্রসঙ্গে মুকুটমণিবাবু জানান, “তৃণমূলের প্রাক্তন বিধায়ক সমীর পোদ্দারের অনুগামী কিছু লোক মত্ত অবস্থায় ছিল। গাড়ি থেকে যখন আমি নেমে আসি, তখন ওরা আমাকে নিগ্রহ করে। এমনকি পরবর্তীতে পুলিশও আমার গাড়ি আটকে রাখে এবং দুষ্কৃতীদের প্রচ্ছন্ন মদত দেয়, যাতে ওরা আমার গাড়ি ভাঙচুর করতে পারে।”

এই প্রসঙ্গে বিজেপি নেতা জগন্নাথ সরকার জানান, “আমাদের পেশি শক্তি এবং জনভিত্তি শাসকদলের থেকে কোন অংশে কম নয়। তবে আমরা সর্বদা আইনে বিশ্বাস করে চলি।” এক্ষেত্রে পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি করা হতে চলেছে বলেও খবর।

tmc bjp flag

যদিও বিরোধী দলের এ সকল অভিযোগকে পাত্তা দিতে নারাজ তৃণমূল শিবির। তৃণমূলের প্রাক্তন বিধায়ক সমীরবাবু বলেন, “দুর্গাপুজোর শোভাযাত্রা বের হলে তা আটকে দেওয়ার চেষ্টা করে মুকুটমণি অধিকারী। নিজে থেকেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেছেন, তাই এখন নিগ্রহ হওয়ার গল্প বানাচ্ছেন।”

ad

Sayan Das

সম্পর্কিত খবর