বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে তৃতীয় দফায় (WB 3rd Phase Assembly Poll) তিনটি জেলায় মোট ৩১ টি আসনে ভোট গ্রহণ চলছে। সেখান থেকে একেরপর এক উঠে আসছে রাজনৈতিক হিংসার খবর। এবার বাঁধা দেওয়া সত্ত্বেও ভোট দিতে যাওয়ায় বিজেপি কর্মীর উপর তলোয়ার নিয়ে হামলার অভিযোগ উঠে আসছে। ঘটনার জেরে উত্তপ্ত উলবেড়িয়া।
অভিযোগ, সুশান্ত মন্ডল নামে এক বিজেপি (BJP) কর্মীকে ভোট দিতে নিষেধ করা হয় তৃণমূল কর্মীদের তরফে। তা উপেক্ষা করে ওই বছর ৪৫ এর বিজেপি কর্মী যখন ভোট দিতে বুথে পৌঁছয়, তখন তাঁর উপর তরোয়ালের কোপ বসায় তৃণমূলের কর্মীরা। ঘটনা স্থলেই লুটিয়ে পড়েন ওই বিজেপি কর্মী। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উলবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।
সুশান্ত মন্ডলের পরিবারের তরফে তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাঁদের আরও অভিযোগ, বাড়ি থেকে বেরোনোর পরই সুশান্ত মন্ডলকে ভোট দিতে যেতে বাঁধা দেয় তৃণমূল কর্মীরা। তা না মেনেই বুথের দিকে এগিয়ে যাওয়ার পথে একাধিকবার বাঁধার সম্মুখীন হতে হয় তাঁকে। শেষে বুথে পৌঁছলেই তাঁর উপর হামলা চালায় তৃণমূল লোকজন। ঘটনাস্থলেই ছিলেন তাঁর ছেলেও। তাঁর উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, বাবা ও ছেলেকে যখন উদ্ধার করা হাসপাতাল নিয়ে যাওয়া হচ্ছিল তখন সারা শরীর রক্তে ভাসছিল সুশান্তের। তবে এনিয়ে শাসকদল তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রয়া মেলেনি।