একী কাণ্ড! আচমকাই BSF জওয়ানদের ওপর চলল হামলা, তারপরে যা হল….জানলে চমকে উঠবেন

Published On:

বাংলাহান্ট ডেস্ক : সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধের উদ্দেশ্যে শুরু হয়েছিল অভিযান। সেই অভিযান বন্ধের চেষ্টায় একদল দুষ্কৃতী হামলা চালালো সীমান্ত রক্ষা বাহিনীর উপর। ঘটনাস্থল অসমের দক্ষিণ সালমারা-মানকাচর জেলা। সূত্রের খবর, অসমের দক্ষিণ সালমারা-মানকাচর জেলার দিওয়ানেরালগা গ্রামে কিছু সমাজবিরোধীদের হাতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন বিএসএফ (Border Security Force) জওয়ান।

আক্রান্ত বিএসএফ (Border Security Force) জওয়ানরা

এরপর রবিবার সীমান্ত রক্ষা বাহিনীর তরফে দুষ্কৃতীদের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু হলে আহত হন কমপক্ষে দুইজন। একটি সরকারি বিবৃতিতে বিএসএফ (Border Security Force) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালানের বিরুদ্ধে গত শনিবার বিশেষ অভিযান শুরু করেন বিএসএফের একদল জওয়ান। বিবৃতি অনুসারে, সীমান্ত রক্ষা বাহিনীর এহেন উদ্যোগে ভয় পেয়ে তাদের উপর আক্রমণ চালিয়ে বসে একদল সমাজবিরোধী।

আরও পড়ুন : ‘সনাতন হিন্দু ধর্ম খারাপ?’ মমতার ‘গন্দা ধর্ম’ মন্তব্য নিয়ে চরম হুঁশিয়ারি শুভেন্দুর

উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে ও আত্মরক্ষার তাগিদে পাল্টা পদক্ষেপ গ্রহণ করা হয় সীমান্ত রক্ষা বাহিনীর তরফেও। বিএসএফ গুয়াহাটি ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা অত্যন্ত সংবেদনশীল ভাবে পাল্টা পদক্ষেপ গ্রহণ করেন। এলাকায় শান্তি ও আইন শৃঙ্খলা বজায় রাখাই যে সীমান্ত রক্ষা বাহিনীর প্রধান অগ্রাধিকার সে কথাও এদিন মনে করিয়ে দেন ফ্রন্টিয়ারের জনসংযোগ কর্মকর্তা।

আরও পড়ুন : আর নয় অপেক্ষা! কবে থেকে চালু হবে এয়ারপোর্ট মেট্রো, সামনে এল বড় আপডেট

বিএসএফ কর্মকর্তাদের দাবি, দুষ্কৃতীদের হামলার সময়ে আত্মরক্ষার তাগিদে কর্তব্যরত জওয়ানরা গুলি চালান। সীমান্ত রক্ষা বাহিনীর গুলিতে আহত হয়েছেন বেশ কয়েকজন দুষ্কৃতি। এরই সাথে স্পষ্টভাবে বিএসএফ কর্তারা জানিয়েছেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও নিরাপত্তার খাতিরেই গুলি চালাতে বাধ্য হয়েছেন কর্তব্যরত জওয়ানরা। এই হামলার ঘটনায় এখনও পর্যন্ত শনাক্ত করা হয়েছে ৮ জন দুষ্কৃতিকে।

Attack on Border Security Force and firing

হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সীমান্ত রক্ষা বাহিনীর তরফে এফআইআর দায়ের করা হয়েছে থানায়। অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নিরাপত্তা বাহিনীর দায়িত্বে থাকা কর্মকর্তাদের মতে, দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার লক্ষ্যে উপযুক্তমূলক ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X