বাংলা হান্ট ডেস্ক: বাংলাদেশে (Bangladesh) ফের হিন্দুহত্যা। সোমবার সেখানে একজন হিন্দু ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, ৪৫ বছর বয়সী রানা প্রতাপের মাথায় গুলি করা হয়। সবথেকে চাঞ্চল্যকর বিষয় হল, গত ৩ সপ্তাহের মধ্যে বাংলাদেশে হিন্দুদের ওপর এটি পঞ্চম প্রাণঘাতী আক্রমণ। এই ঘটনাটি ঘটেছে যশোর জেলায়। ঘটনাটির পরিপ্রেক্ষিতে ওই এলাকায় যথেষ্ট উত্তেজনা বিরাজ করছে।
বাংলাদেশে (Bangladesh) ফের হিন্দু ব্যক্তিকে গুলি করে হত্যা:
তথ্য অনুযায়ী, মণিরামপুর উপজেলার কোপালিয়া বাজারের ৭ নম্বর ওয়ার্ডে বিকেল ৫ টা বেজে ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে। উল্লেখ্য যে, সোমবার সকালে বাংলাদেশে এক হিন্দু বিধবাকে নির্মমভাবে লাঞ্ছিত করা হয়।

গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি বাজারে বসে ছিলেন: মৃত রানা প্রতাপের বাবার নাম তুষার কান্তি বৈরাগী। তিনি কেশবপুর উপ-জেলার আরুয়া গ্রামের বাসিন্দা। ঘটনাটির প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা গেছে, রানা প্রতাপ যখন বাজারে বসে ছিলেন, তখন কিছু অজ্ঞাত হামলাকারী তাঁর ওপর গুলি চালায়। রানাকে তাকে একাধিক গুলি করা হয়। যার ফলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কিছু রিপোর্টে দাবি করা হয়েছে যে তিনি একজন সাংবাদিকও ছিলেন।
আরও পড়ুন: ৫ বছরে ৬,০০০ শতাংশ বৃদ্ধি! মিলল ১৬,৬৫,০০,০০০ টাকার অর্ডার, এই কোম্পানির স্টকে রকেটের গতি
হিন্দুদের ওপর পরপর আক্রমণ: জানিয়ে রাখি যে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হিন্দুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচার চলছে। যার ফলে প্রাণহানির ঘটনাও ঘটছে। সম্প্রতি উত্তেজিত জনতার গণপিটুনিতে প্রাণ হারিয়েছিলেন দীপু চন্দ্র দাস। যেই ঘটনায় তুমুল সমালোচিত হয় বাংলাদেশ।
আরও পড়ুন: চলতি মাসের এই দিনে দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট! দুর্ভোগ এড়াতে আগেভাগে সেরে রাখুন প্রয়োজনীয় কাজ
যদিও, তারপরেও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। অমৃত মণ্ডল নামে আরেক হিন্দু যুবককেও হত্যা করা হয়। এদিকে, ময়মনসিংহ জেলায় ব্রিজেন্দ্র বিশ্বাস নামে এক হিন্দু যুবককে গুলি করা হয়। সম্প্রতি খোকনচন্দ্র দাস নামের এক হিন্দু ব্যবসায়ীও হামলাকারীদের আক্রমণে প্রাণ হারিয়েছেন। এমতাবস্থায়, সপ্তাহের শুরুতেই ফের সংখ্যালঘু হিন্দুর ওপর গুলি চলল বাংলাদেশে।












