বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতি, তোলাবাজির ঘটনা এ রাজ্যে নতুন নয়। তবে নয়া যে পাতা জুড়ল তা হল কর্মরত সাংবাদিকের ওপর বেধড়ক মার, নির্মম অত্যাচারের (Journalist Attacked) ঘটনা। দুর্নীতির জোয়ারে ভাসছে রাজ্য। গত কয়েকদিন ধরে শিক্ষক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে আরও এক প্রভাবশালীর। বীরভূমের (Birbhum) নলহাটির বাসিন্দা বিভাস অধিকারীর (Bivash Adhikari)। দুর্নীতির সূত্র ধরেই জিজ্ঞাসাবাদ করতে তার বীরভূমের বাড়িতে পৌঁছে যান টিভি নাইন বাংলার সাংবাদিক।
তবে সেখানে গিয়ে এলাকার প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত বিভাস অধিকারীর দুই ছেলে সেই সাংবাদিক সহ ক্যামেরাপার্সনের ওপর হামলা চালায়। ভেঙে ফেলা হয় ক্যামেরা। যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, কোথায় তাদের নিরাপত্তা? হামলার সেই ঘটনার পর কেটে গিয়েছে প্রায় ২৪ ঘন্টা। কিন্তু, এখনও খোলামেলা ঘুরে বেড়াচ্ছে বিভাসের দুই গুণধর পুত্র অর্ঘ্য ও সায়ন।
কেন এখনও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ প্রশাসন? কার হাত রয়েছে তাদের মাথার ওপর! নাকি প্রভাবশালী বলেই এই স্পেশাল ট্রিটমেন্ট? প্রশ্ন উঠছে। অন্যদিকে, আজ সকালে আক্রান্ত সাংবাদিক সুজয় জানান, পেনকিলারে তার শরীরের ব্যথা অনেকটাই কম। তবে এত বড় অপরাধের পরও দোষীরা একজনও গ্রেফতার হয়নি, সেই নিয়ে স্তম্ভিত তিনি।
সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে নলহাটি থানায় যে এফআইআর হয়েছে, তাতে স্পষ্টভাবে তৃণমূল নেতা বিভাস অধিকারীর দুই ছেলের কথা উল্লেখ রয়েছে। তারপরেও এখনও গ্রেফতার করা হলনা কাউকে। স্থানীয় সূত্রে খবর, এই অর্ঘ্য ও সায়ন বাবা বিভাস অধিকারীর প্রতিপত্তি দেখিয়ে নলহাটি-২ ব্লকে একচ্ছত্র রাজত্ব চালান। নিজের সঙ্গী করে সবসময় ৩০-৪০ জন ছেলেকে নিয়ে সবসময় ঘুরে বেড়ান অর্ঘ্য।
তবে কিসের এত জোর, প্রতিপত্তি বিভাসের? প্রসঙ্গত, জানা গিয়েছে রাজনীতিতে সক্রিয় যোগ রয়েছে এই বিভাস অধিকারীর। নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি তিনি। বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে পদ থেকে সরে এসেছেন। পাশাপাশি “আমি কোনও সক্রিয় রাজনীতি করি না” বলে দাবি করেন তৃণমূলের বিভাস।
এই বিভাসের সঙ্গেই মানিক ভট্টাচার্যের সম্পর্ক ছিল বলে দাবি করেছেন নিয়োগ দুর্নীতি কাণ্ডের আরেক চরিত্র গোপাল দলপতি। সূত্র মারফত আরও জানা গিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘গুরুভাই’ এই বিভাসই। নিয়োগ ‘দুর্নীতি’র প্রথমদিকে ইনিই পার্থর ‘গুরু’ ছিলেন বলেও খবর ছড়িয়েছে। তবে কী এবার গোয়েন্দাদের জালে ধরা পড়বে এই বিভাস। সূত্র মারফত খবর, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি বিভাসকে সরাসরি জিজ্ঞাসাবাদ শুরু করেছে ইডি।