জনসংযোগে বেরিয়ে আক্রান্ত লকেট, বিষাক্ত রং ছুঁড়ে মারার অভিযোগ গেরুয়া শিবিরের

বাংলাহান্ট ডেক্সঃ বিজেপির অন্যতম লড়াকু নেত্রী হিসাবে পরিচিত লকেট। হুগলির এই সাংসদকে এবার চুঁচুড়া কেন্দ্রে প্রার্থী করল বিজেপি (BJP) নেতৃত্ব। তারপর থেকেই প্রচারে ঝড় তুলেছেন। প্রচারে বেরিয়ে কখনও ফুটবল খেলছেন, তো কখনও আবার শনি পুজোর অনুষ্ঠানে খিচুড়ি রান্না করছেন। সেই মত দোলের আগের দিন জন সংযোগে বেরোতেই ঘটল ঘোর বিপত্তি।

আজ অর্থাৎ শনিবার চুঁচুড়ার (Chunchura) রবীন্দ্রনগরের কালীতলার মাঠে বসন্ত উৎসবে যোগ দিয়েছিলেন লকেট (Locket Chatterjee) । সেখানেই একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে বিষাক্ত রং ছুঁড়ে মারে বলে অভিযোগ। যা তার চোখের মধ্যেও ঢুকে গেছে বলে জানা জানা যাচ্ছে। পদ্ম শিবিরের তরফে অভিযোগের তির তৃণমূলের (TMC) দিকে ওঠে। কোদালিয়া ২ গ্রাম পঞ্চায়েত প্রধান বিদ্যুৎ বিশ্বাসের মদতে এই হামলা চালান হয়ে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির।

WB Election 2021: poisonous colour thrown to BJP candidate Locket Chatterjee in Chuchura | WB Election 2021: চুঁচুড়ার রবীন্দ্রনগরে বসন্ত উৎসব থেকে লকেট চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে ...

জানা গিয়েছে যে, বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে বিজেপি নেতৃত্ব। ইতিমধ্যেই লকেটের নির্বাচনী এজেন্ট নির্বাচন আধিকারিকের কাছে অভিযোগ করেছে। বিজেপির তরফে দাবি করা হয়, তৃণমূল ভয় পেয়েই এমন কাজ করছে।

উল্লেখ্য, চুঁচুড়া কেন্দ্রে এবারের তৃণমূল প্রার্থী অসিত মজুমদার (Asit Mojumdar)। ২০১১ সালে ওই কেন্দ্রেই জয়ী বিধায়ক অসিত। সেখানে বিজেপির তরফে ময়দানে নামানো হয়েছে বিনোদন জগৎ থেকে রাজনীতির ময়দানে নামা লড়াকু সাংসদ লকেট চ্যাটার্জীকে। বলাই বাহুল্য যে, চুঁচুড়া কেন্দ্রেও এবার হতে চলেছে হাইভোল্টেজ লড়াই। তারই মধ্যে লকেটের উপর অতর্কিতে বিষাক্ত রং ছুঁড়ে (Attack on Locket Chatterjee)  মারার অভিযোগে চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকাজুড়ে।


সম্পর্কিত খবর