বাংলা হান্ট ডেস্ক : ডিএ-র ধরনা মঞ্চে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির (Nawsad Siddque) উপর হামলা। নওসাদ সিদ্দিকি মঞ্চে বক্তব্য রাখছিলেন। ঠিক তখন এক ব্যক্তি তাঁর উপর হামলা চালায়। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে আক্রমণকারী যুবকের গ্রেফতার করেছে পুলিস। ঘটনায় ক্ষুব্ধ সরকারি কর্মীরা।
ধর্মতলায় DA আন্দলোনকারীদের মঞ্চে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকির উপর হামলা! দেখুন কী হল তারপর … pic.twitter.com/DrUveAQWk4
— Bangla Hunt (@BanglaHunt) March 18, 2023
ডিএ-র দাবিতে অনশন করা সরকারি কর্মচারীদের মঞ্চে শনিবার যান নওশাদ। সেখানেই বক্তৃতা করার সময় তাঁর উপর আক্রমণ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মঞ্চে বক্তৃতা করার সময় নওশাদের সামনে এসে হাজির হন এক যুবক। কথা বলতে বলতেই বিধায়ককে জোরে ধাক্কা দেন। নওশাদ পরে বলেন, ‘আমাকে ওই ব্যক্তি প্রশ্ন করেন, সংখ্যালঘুদের জন্য আপনি কী করেছেন? আমি বলি, সংখ্যালঘুদের জন্য নির্দিষ্ট কিছু করতে চাইছি না। শুধু সংখ্যালঘুদের জন্য নয়, সংখ্যাগুরুদের জন্যও করতে চাই। কথা শেষ করতে না করতেই আমাকে ধাক্কা মারেন ওই ব্যক্তি।’
নওশাদ আরও বলেন, ‘আমি খোঁজ নিয়ে জেনেছি, যিনি আমার উপর আক্রমণ চালিয়েছেন, তিনি কোনও একটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য।’ হঠাৎ ধাক্কা খেরে নওশাদ হতচকিত হয়ে গেলে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নেন। ওই যুবককে তত ক্ষণে ঘিরে ধরেন মঞ্চে উপস্থিত অন্যেরা। সেই সময় নওশাদ তাঁদের শান্ত হওয়ারও জন্য আবেদন জানান। আটক হওয়া ওই যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
অবশ্য তৃণমূল নওশাদের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন বলেন, ‘যে ঘটনা ঘটেছে, তা তদন্তসাপেক্ষ। তাই সেই বিষয়ে আমরা কোনও মন্তব্য করব না। তবে তিনি ওই মঞ্চে গিয়েছিলেন অশান্তির উস্কানি দিতে। উস্কানির আগুনে ঘি দিয়ে তিনি রাজ্যকে অশান্ত করতে চাইছেন।’
তবে এই হামলার ঘটনা প্রসঙ্গে নওশাদ বলেন, ‘আমার উপর হামলা করে কিংবা জেলে আটকে রেখে আমাকে থামানো যাবে না। আমি আগেও যে ভাবে সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করেছি, আগামী দিনে সেই লড়াই আরও দৃঢ় থেকে দৃঢ়তর হবে।’