রাহুল গান্ধীর নিরাপত্তায় মোতায়েন ৬০ পুলিশ কর্মীর উপর হামলা! হুলস্থূল কাণ্ড রাজস্থানে

বাংলা হান্ট ডেস্ক : ধুন্ধুমার কাণ্ড রাজস্থানে। এবার রাহুল গান্ধীর (Rahul Gabdhi) সুরক্ষার কাজে নিয়জিত থাকা পুলিস কর্মীদের উপর করা হল আক্রমণ। জানা যাচ্ছে, ওই পুলিসকর্মীরা বিকানির জেলার। রাহুলের সুরক্ষার কাজে এসে তাঁরা আম্বেদকর নগরে একটি ভবনে ছিলেন। সেখানেই তাদেঁর উপট হামলা চালানো হয়। ৪ জন পুলিসকর্মী আহত হয়েছেন বলে খবর।

রাহুল গান্ধীর নিরাপত্তার কাজে এসে নিজেরাই আহত হলেন এক দল পুলিসকর্মী। আম্বেদকর নগরের যে ভবনে তাঁরা থাকছিলেন সেখানেই আক্রমণ চালানো হয়। এর জেরে আহত হয়েছেন ৪ পুলিসকর্মী। মহম্মদ ইউনুস নামের পুলিসকর্মীর আঘাত বেশ গুরুতর বলে জানা যাচ্ছে। তাঁকে উদয়পুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। আবারও হামলা হতে পারে এই আশংকায় রাতারাতি সমস্ত পুলিসকর্মীদের থাকার জায়গা পরিবর্তন করা হয়।

পুলিস সূত্রে খবর সোমবার গভীর রাতে এই হামলা করা হয়। রাহুল গান্ধী এবং মুখ্যমন্ত্রী অশোক গহলৌত থাকায় এই ঘটনার কথা চেপে যায় রাজস্থান। কিন্তু গতকাল পুরো বিষয় প্রকাশ্যে চলে আসে। জানা যাচ্ছে, প্রায় ৬০ জন পুলিসকর্মী আম্বেডকর নগরের ওই কমিউনিটি হলে ছিলেন। রাত ৯টা নাগাদ তাঁদের মধ্যে একজন খাবার আনতে বাইরে বেরহন। রাস্তায় তিনি দেখতে পান এক রিক্সাওয়ালার সঙ্গে ঝামেলা করছেন এক জন যুবক। তাঁদের দুজনের মধ্যে হস্তক্ষেপ করেন ওই পুলিসকর্মী। তারপরই ওই পুলিসকর্মীর সঙ্গে যুবকের বচসা শুরু হয়।

এরপরের ঘটনা গভীর রাতের। ওই যুবক মধ্য রাত্রে ফিরে আসে প্রায় ৪০ – ৫০ জন সঙ্গী নিয়ে। এসেই তারা পুলিস কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয়। এই সময়ই মারাত্মক আঘাত পান মহম্মদ ইউনুস। শুধু তাই নয়, উন্মত্ত যুবকেরা কমিউনিটি হলেও ভাঙচুর চালায়। পুরো ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে থানায়। তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিস।

Sudipto

সম্পর্কিত খবর