বালোচিস্তানের ১৭ টি সামরিক ঘাঁটিতে হামলা! পাকিস্তানের ঘুম ওড়াল BLF, চরম “টেনশন”-এ মুনির

Published on:

Published on:

Attacks in several places in Pakistan.

বাংলা হান্ট ডেস্ক: ক্রমশ পাকিস্তানের (Pakistan) চিন্তা বাড়াচ্ছে বালোচিস্তান লিবারেশন ফ্রন্ট (BLF)। শুধু তাই নয়, আবারও তারা পাকিস্তানে একের পর এক হামলা শুরু করেছে। মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) গভীর রাতে বালোচিস্তানের বেশ কয়েকটি জেলায় ধারাবাহিক হামলা চালায় সংগঠনটি। মূলত, একাধিক সরকারি বাসভবন এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে।

পাকিস্তানের (Pakistan) একাধিক জায়গায় হামলা:

ANI-এর রিপোর্ট অনুসারে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন BLF এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলার নাম দেওয়া হয় “অপারেশন বাম (নতুন ভোর)।” মূলত, এই অভিযানের মাধ্যমে ওই সংগঠনটি পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে তাদের বহু বছরের পুরনো লড়াই পুনরায় শুরু করেছে। রিপোর্ট অনুসারে, পাকিস্তানের পাঞ্জগুর থেকে শুরু করে সুরাব, কেচ এবং খারানের মতো বিভিন্ন অংশ মোট ১৭ টি হামলা চালানো হয়েছিল। এর ফলে পাকিস্তানকে বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।

Attacks in several places in Pakistan.

সংগঠনের মুখপাত্র কী জানিয়েছেন: এক বিবৃতিতে, BLF-এর সদস্য মেজর গওহরাম বালুচ এই হামলার প্রসঙ্গকে “বালোচ জাতীয় মুক্তি যুদ্ধের নতুন ভোর” হিসেবে বর্ণনা করেছেন। পাশাপাশি তিনি আরও জানান, এই অভিযানটি মাকরান উপকূল থেকে কোহ-ই-সুলাইমান পর্বতমালা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। যা সংগঠনের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে পথপ্রদর্শন করে। তাঁর মতে, বর্তমানে এই প্রতিশোধ নতুন রূপ নিয়েছে। “অপারেশন বাম”- এর লক্ষ্য হল এটা প্রমাণিত করা যে বালোচ যোদ্ধারা বৃহৎ পরিসরে অভিযান সফল করতে পারদর্শী।

আরও পড়ুন: ৩০ কিমি মাইলেজ, দুর্ধর্ষ সেফটি ফিচার্স! দাম ৭ লক্ষেরও কম, বাজারে ঝড় তুলছে Maruti Suzuki-র এই গাড়ি

মেজর গওয়ারাম বালোচ বলেন, “শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর সদস্য এবং তাদের এলাকা লক্ষ্য করে আক্রমণটি সাবধানতার সাথে পরিকল্পনা করা হয়েছিল। তবে, এখনও অনেক ক্ষতি করতে হবে। অপারেশন সম্পন্ন হওয়ার পর সমস্ত তথ্য জানানো হবে।”

আরও পড়ুন: বিশ্বজুড়ে অব্যাহত মোদী ম্যাজিক! প্রধানমন্ত্রীর মুকুটে যুক্ত হল নতুন পালক

নিরাপত্তা বাহিনী গোপন আস্তানাগুলিতে তল্লাশি চালাচ্ছে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বালোচিস্তানে এই হামলার মাত্রা এবং নির্ভুলতা পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে ক্রমবর্ধমান বিদ্রোহের ইঙ্গিত দেয়। যেখানে সম্পদের শোষণ এবং সামরিক উপস্থিতি সম্পর্কিত অভিযোগ দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির অনুভূতিকে উস্কে দিয়েছে। এদিকে, এই হামলার পর, বুধবার সকাল থেকে নিরাপত্তা বাহিনী কিছু গোপন আস্তানায় তল্লাশি অভিযান শুরু করে। অন্যদিকে পাকিস্তানের (Pakistan) কেচ এবং পাঞ্জগুরের কিছু অংশে যোগাযোগ পরিষেবা বন্ধ ছিল বলেও জানা গিয়েছে।