বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টা নন্দীগ্রামে, অভিযোগের তীর তৃণমূলের দিকে

বাংলাহান্ট ডেস্কঃ ১ লা এপ্রিল নন্দীগ্রামে (nandigram) হাইভোল্টেজ ভোট। তৃণমূল (tmc) প্রার্থী মমতা ব্যানার্জি বনাম বিজেপির (BJP) শুভেন্দু অধিকারী। প্রচার চলছে জোর কদমে। রবিবারই সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী, সোমবার হুইলচেয়ারে করেই অংশ নিয়েছে রোড শোয়ে। অন্যদিকে অমিত শাহ, মিঠুন চক্রবর্তীরা শুভেন্দুর সমর্থনে যাচ্ছেন নন্দীগ্রামে। তবে এরই মধ্যে শাসক দলের বিরুদ্ধে এক নিকৃষ্ঠতম ঘটনার অভিযোগ উঠল।

বিজেপি কর্মীর স্ত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বয়াল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তেতুলবাড়ি এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অস্বস্তিতে পড়েছে শাসক শিবির।

1615021756 06rape

জানা গিয়েছে, নির্যাতিতার স্বামী এলাকার সক্রিয় বিজেপি কর্মী হওয়ায় বহুদিন ধরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে হুমকি দিচ্ছিলেন। ১ লা এপ্রিল নির্বাচনের কারণে সোমবার সারাদিন নির্যাতিতার স্বামী নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সঙ্গেই কর্মসূচীতে ব্যস্ত ছিলেন।

নির্যাতিতার স্বামী জানিয়েছেন, বিকেলে বাড়ি ফিরে স্ত্রীকে কোথাও দেখতে না ফোন করেন। ফোনের যখন পেলেন না, তখন খুঁজতে বেরিয়ে দেখেন, বাড়ির পিছনের খালের মধ্যে তাঁর স্ত্রী মুখ ও পা বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। সেইসঙ্গে তাঁর শরীরে ধর্ষণের একাধিক চিহ্নও রয়েছে এবং তাঁর আঁচল দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টাও করা হয়েছিল।

BJP Flag 5

সঙ্গে সঙ্গেই রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবন্নতির কারণে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই নির্যাতিতা মহিলাকে। এই ঘটনায় তৃণমূল কোন মন্তব্য না করলেও তৃণমূলের দুষ্কৃতীরাই একাজ করেছেন বলে অভিযোগ জানায় ওই মহিলা।

এঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ জানিয়েছেন, ‘নন্দীগ্রামে হেরে যাওয়ার ভয় পাচ্ছে শাসক দল। সেই কারণেই তাঁরা এরকম খুন ধর্ষণের রাজনীতি করছে। মানুষকে ভয় দেখাচ্ছে’। ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে সবুজ শিবির।

Smita Hari

সম্পর্কিত খবর