বাংলা হান্ট ডেস্কঃ ফের তৃণমূল (Trinamool Congress) নেতার উপর হামলা। জানা যায়, সল্টলেকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তের উপর ভয়ঙ্কর হামলার চেষ্টা চালানো হয়েছে। ঘটনার সময় বন্দুক থেকে গুলি বের হয়নি। ফলে হামলাকারী কাউন্সিলরকে বন্দুকের বাঁট দিয়ে আঘাত করেছে। আহত কাউন্সিলরকে দ্রুত বিধান নগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ৩৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
ঠিক কী ঘটেছিল?
তৃণমূলের (Trinamool Congress) প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত জানান, “আমি সকাল প্রায় ৭ঃ১০-১৫ মিনিটে আমার ওয়ার্ডের সামনে এসেছিলাম। হঠাৎ একটি ছেলে কালো মাস্ক পরে পিছন থেকে আমার দিকে এগিয়ে আসে। সে আমাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে। আমি তার হাত ধরে নিই। তখন সে বন্দুকের বাঁট দিয়ে আমাকে আঘাত করে।”
স্থানীয় লোকজন সেই সময় বেরিয়ে এলে হামলাকারী পালিয়ে যায় বলে জানায় স্থানীয়রা। নির্মল দত্ত জানিয়েছেন, হামলাকারী একাই ছিল। তবে তিনি কে বা কারা, তা বলতে পারেন নি তিনি।
কেন হামলা করা হয়েছে তৃণমূলের (Trinamool Congress) প্রাক্তন কাউন্সিলরের উপর?
পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। তদন্তকারীরা চেষ্টা করছেন হামলাকারীর পরিচয় শনাক্ত করতে। তবে এখনও পর্যন্ত হামলাকারী কে ধরা যায় নি , আর কি কারনে কাউন্সিলর এর উপর হামলা করা হয়েছিল সেই কারণও জানা যায়নি।
সল্টলেকে এমন ঘটনা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। তৃণমূলের (Trinamool Congress) প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্ত বলেন, “সকাল সকাল এমন আক্রমণ সত্যিই ভয়ঙ্কর।” পুলিশ জানিয়েছে, হামলাকারী একাই ছিল। কে বা কারা তাকে সাহায্য করেছে, তা এখনও তদন্তে স্পষ্ট নয়। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।