তেলের দামের চিন্তা ছাড়ুন, এই বাইকে করুন মাত্র ৭ টাকায় ১০০ কিমি সফর

বাংলা হান্ট ডেস্কঃ পেট্রোল-ডিজেলের দাম আকাশ ছুঁয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে সাধারণ মানুষ বিপাকে। পকেটের বোঝা বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ পেট্রোল-ডিজেলের বিকল্প খুঁজছে। আর এরমধ্যে Atumobile প্রাইভেট লিমিটেড নিজেদের নতুন এডিশন ইলেকট্রিক বাইক Atum 1.0 লঞ্চ করল। কোম্পানির দাবি অনুযায়ী, Atum 1.0 এর মাধ্যমে ১০০ কিমির যাত্রা আপনি মাত্র ৭ টাকায় করতে পারবেন।

হায়দ্রাবাদের ভেহকিল স্টার্ট আপ Atumobile প্রাইভেট লিমিটেড Atum 1.0 ইলেকট্রিক বাইক বানিয়েছে। কোম্পানি দাবি করেছেন যে, দূষণ আর পেট্রোলের বর্ধিত দাম থেকে Atum 1.0 মানুষকে স্বস্তি দেবে।

Atumobile প্রাইভেট মিলিটেড অনুযায়ী, Atum 1.0 এর ব্যাটারি মাত্র ৪ ঘণ্টায় ফুল চার্জ হয়ে যায়। আর একবার ফুল চার্জ হলে ১০০ কিমির সফর করতে পারে। ফুল চার্জ হতে মাত্র ৭ থেকে ৮ টাকা খরচ হয়। কোম্পানি গাড়ির ব্যাটারিতে দুই বছরের ওয়ারেন্টিও দিচ্ছে।

Atum 1.0 কে অফিসিয়াল ওয়েবসাইট atumobile.co এর মাধ্যমে বুক করতে পারবেন। লঞ্চিংয়ের পর এখনও পর্যন্ত ৪০০ টি বাইক বুকিং হয়েছে বলে জানাচ্ছে সংস্থা। কোম্পানি জানায় যে, তাঁরা ডেলিভারির কাজও শুরু করে দিয়েছে।

ইলেকট্রিক বাইক Atum 1.0 এর বেস প্রাইস ৫০ হাজার টাকা রাখা হয়েছে। এই বাইক সম্পূর্ণ ভাবে ভারতেই তৈরি। সুরক্ষার কারণে বাইকের গতি অনেক কম রাখা হয়েছে। Atum 1.0 বাইকে আরামদায়ক সিট, ডিজিটাল ডিসপ্লের সাথে LED হেডলাইট, ইন্ডিকেটর আর টেল লাইট আছে।


Baisakhi Dutta

সম্পর্কিত খবর