নিলামে উঠছে মুঘল আমলের ঐতিহ্য

বাংলা হান্ট ডেস্ক: ছোট থেকে আমরা ইতিহাসের পাতায় মুঘল সাম্রাজ্যের গল্প পড়েছি। মুঘল সাম্রাজ্যের সম্পত্তি নিয়ে রীতিমতো পরিকল্পনা করেছি অনেক। বুধবার নিউ ইয়র্কে ক্রিস্টির নিলামে উঠতে চলেছে মুঘল সাম্রাজ্যের অমূল্য সামগ্রী। এর আগে মুঘল আমলের এত বড় পুরুষ সম্ভার নিলামে ওঠেনি।
b23d3 images 3 7
নিলামে উঠতে চলেছে শাহজাহানের সোনার তৈরি ছোরা। এই ছোরার হাতলে বসানো রয়েছে বহুমূল্য জেড পাথর। এটি ছিল শাহজাহানের প্রিয় ছোরা। এছাড়াও হায়দ্রাবাদের নিজামের গয়না চুনি পান্না হীরা খচিত তরোয়াল হীরের তৈরি পাগড়ীর অলংকার সোনা হিরে দামি পাথরে মোড়া মুঘল আমলের গয়নার বাক্স ও গায়ত্রী দেবীর মুক্তোর মালা এইসব উঠতে চলেছে নিলামে।

সম্পর্কিত খবর