বাংলাহান্ট ডেস্ক: যে ‘মিঠাই’ (Mithai) এতদিন এতদিন ধরে বাংলা সেরা ছিল, তার সঙ্গে এখনকার মিঠাইয়ের যেন আকাশ পাতাল তফাত। গল্পের মান নেমে গিয়েছে। সিড মিঠাইয়ের চরিত্রও যেন আগের থেকে বদলে গিয়েছে। একগুচ্ছ অভিযোগ নিয়ে নির্মাতাদের উপরে ক্ষোভ উগরে দিলেন দর্শকরা।
বেশ কয়েক সপ্তাহ ধরেই ক্ষোভটা পুঞ্জীভূত হচ্ছিল দর্শকদের মনে। ফলাফল স্পষ্ট দেখা যাচ্ছিল টিআরপি তালিকায়। গত সপ্তাহে আশঙ্কাটা সত্যি করে সেরার স্থান থেকে ছিটকে যায় মিঠাই। নেমে আসে সোজা পাঁচ নম্বর স্থানে। লক্ষ্যণীয় ভাবে কমেছে সিরিয়ালের নম্বর। কিন্তু তা সত্ত্বেও টনক নড়েনি নির্মাতাদের।
এই মুহূর্তে মিঠাইয়ের গোটা টিম রয়েছে উত্তরবঙ্গে। মিরিক, দার্জিলিং ঘুরে ঘুরে শুটিং করা হচ্ছে। প্রেম দিবসের আগেই সিড মিঠাইয়ের একটি রোম্যান্টিক দৃশ্যের প্রোমো দেখিয়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলেন নির্মাতারা। পাহাড়ি ঢালে চা বাগানের মাঝে মিঠাইকে জড়িয়ে ধরে প্রেম নিবেদন করতে দেখা গিয়েছিল উচ্ছেবাবুকে।
কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল তেমন কিছুই হয়নি। সবটাই ছিল মিঠাইয়ের ‘ডিরিম’ অর্থাৎ স্বপ্ন। এর মাঝেই আবার আরো একটি প্রোমো প্রকাশ্যে এসেছে যা দেখে ফের ধন্দে পড়েছেন নেটনাগরিকরা। পাহাড়ের মাঝে রোম্যান্সে মজেছে সিড মিঠাই। বাথটবে গোলাপের পাপড়ির মধ্যে শুয়ে মিঠাই। স্ত্রীকে দেখে চোখ ছানাবড়া সিদ্ধার্থরও। ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘বাতাসে গুনগুন’।
https://www.instagram.com/p/CaAdhRghK1h/?utm_medium=copy_link
কিন্তু দর্শকদের প্রশ্ন, এটাও মিঠাইয়ের স্বপ্ন নয় তো? কয়েকজনের দাবি, মিঠাইকে কেমন অন্য রকম লাগছে। এটাও নির্ঘাত ‘ডিরিমই’ হবে। আর তা হলে বাস্তবিকই সবাই খুব হতাশ হবেন। একজন তো রীতিমতো বিরক্তি প্রকাশ করে লিখেছেন, এই টিমটাই যে এর আগে এত সুন্দর সুন্দর রোম্যান্টিক দৃশ্য উপহার দিয়েছে সেটা বিশ্বাসই হচ্ছে না।
বিশেষ করে নীপার বিয়ের দিনে ছাদের দৃশ্যটা বা যেখানে মিঠাইকে ‘রাত জাগা তারা’ গেয়ে শোনায় সিড, এগুলো মন ভরিয়ে দিয়েছিল দর্শকদের। এগুলোই মিঠাইকে ‘মিঠাই’ করে তুলেছিল। কিন্তু এখন সবটাই যেন কেমন ছাড়াছাড়া। মিঠাইয়ের চরিত্রটাকেও হঠাৎ ‘ছেলেমানুষ’ ধরনের করে দেওয়া হয়েছে।
যে মিঠাই নিজের নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিজেই নিয়েছিল, সে এখন ক্ষণে ক্ষণে এমন দিবাস্বপ্ন দেখছে। মিঠাইয়ের ক্ষেত্রে সেটা হয়তো কিছুটা মানা গেলেও, এত ‘ডিরিম’ এর দৃশ্য বাড়াবাড়ি বলেই মনে করছেন অনেকে। এভাবেই নিজের দোষে দর্শক তথা টিআরপি হারাচ্ছেন নির্মাতারা, এমনটাই মনে করছেন অনেকে।