বাড়ির বউকে চরমতম অপমান! আর নেওয়া যাচ্ছে না, ‘ইচ্ছে পুতুল’ দেখে বিরক্ত দর্শক

বাংলাহান্ট ডেস্ক: টিআরপি বেশি না উঠলেও ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul) জি বাংলার জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে অন্যতম। কয়েক মাস হল শুরু হয়েছে ধারাবাহিকটি। দুই বোনের গল্পে একজন নায়কের উপস্থিতি ‘ইচ্ছে নদী’ সিরিয়ালটির কথা মনে করিয়ে দিয়েছিল অনেক দর্শককে। তবে শুরুতে নকলের অভিযোগ উঠলেও এখন ইচ্ছে পুতুল অন্যতম প্রিয় সিরিয়াল হয়ে উঠেছে অনেকেরই।

নিজের মায়ের পেটের বোনের মধ্যেও যে এত হিংসা রেষারেষি থাকতে পারে সেই অজানা দিকটাই তুলে ধরা হয়েছে ইচ্ছে পুতুল এর গল্পে। নিজের ছোট বোন মেঘের প্রতি মনে মনে মারাত্মক হিংসা পুষে রাখে দিদি ময়ূরী। বিশেষ করে সৌরনীল তার বদলে মেঘকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার পর থেকেই ময়ূরী মনে মনে প্রতিজ্ঞা করেছে, মেঘের জীবন ধ্বংস করে ছাড়বে সে।

Audience are furious over icche putul serial

বিয়ের পর থেকেই নানা রকম ভাবে মেঘকে অপদস্থ করার চেষ্টা করে চলেছে ময়ূরী। বিষয়টা দিন দিন গুরুতর হয়ে উঠছে। অথচ মেঘের শ্বশুরবাড়ির কেউ, এমনকি নীল পর্যন্ত বিশ্বাস করছে না তাকে। প্রতিবার ময়ূরীর ষড়যন্ত্রে ধোঁকা খেয়ে নিজের স্ত্রীকেই অবিশ্বাস করে যাচ্ছেতাই ব্যবহার করে চলেছে নীল। আর এবারে বিষয়টা সীমা পেরিয়ে গিয়েছে বলে অভিযোগ দর্শকদের।

এবার সকলের সামনে মেঘের চরিত্রের দিকে আঙুল তোলা হয়েছে। দুশ্চরিত্র রূপঙ্কর স্যান্যালের হাত থেকে গিনিকে বাঁচাতে গিয়ে প্রথম থেকেই অনেক অপমান সহ্য করেছে মেঘ। প্রত্যেক বারের মতো এত শিক্ষা পেয়েও এবারেও মেঘকে ভুলই বুঝেছে নীল। অন্যদিকে এই সুযোগটা কাজে লাগিয়ে মেঘকে চরমতম অপমানের ছক কষে ময়ূরী। রূপের সঙ্গে হাত মিলিয়ে মেঘের সঙ্গে অসভ্যতা করে আবার তার ঘাড়েই চাপায় চরিত্রহীনতার অভিযোগ।

Audience are furious over icche putul serial

স্ত্রীকে বিশ্বাস করা তো দূরের কথা, উলটে তাকে যা নয় তাই বলে অপমান করে নীল। এমনকি মেঘের শ্বশুরবাড়ির সদস্যকে তার উপরে হাত ওঠাতেও দেখা যায়। এদিকে একই ঘটনার বারংবার পুনরাবৃত্তি দেখে দেখে বিরক্ত এবং ক্ষুব্ধ দর্শকরা। মেঘ আর কত অপমান সহ্য করবে? আর তো নেওয়া যাচ্ছে না, এমনটাই বক্তব্য দর্শকদের।

ময়ূরী চরিত্রটির উপরে ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা। ময়ূরীর মুখোশ খোলার অপেক্ষায় রয়েছেন সকলে। একই সঙ্গে সৌরনীলের মতো মেরুদণ্ডহীন একটা মানুষ মেঘের স্বামী হিসেবে মানায় না, এমনটাও দাবি করেছেন কয়েকজন। কিছু দর্শক লিখেছেন, মেঘের বারবার অপমান সহ্য করতে না পেরে সিরিয়াল দেখাই বন্ধ করে দিয়েছেন তারা। নির্মাতাদের উচিত এবার গল্পে বদল আনা।

Niranjana Nag

সম্পর্কিত খবর