বাংলা না জেনে না বুঝে শুধু হিন্দি গান গেয়েই সেরা সোনিয়া! সারেগামাপার বিরুদ্ধে ফের একচোখামির অভিযোগ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: রিয়েলিটি শোয়ের (Reality Show) কনসেপ্ট অনেক বছর আগেও ছিল। কিন্তু এখন শোগুলি নিয়ে যতটা উন্মাদনা হয় ততটা ছিল না। পাশাপাশি তখন ‘স্ক্রিপ্টেড’ তকমাও লাগত না শোগুলির গায়ে। যে যোগ‍্য সেই হত বিজেতা। দর্শকরাও খুশি থাকতেন দক্ষ বিচারকদের বিচারে। কিন্তু এখন প্রায় সব শোয়ের বিরুদ্ধে ওঠে চিত্রনাট‍্য সাজানো আর পক্ষপাতিত্বের অভিযোগ। বিশেষ করে জি বাংলার গানের রিয়েলিটি শো সারেগামাপার (SaReGaMaPa) বিরুদ্ধে গত বছর থেকেই এমন সব বিষ্ফোরক অভিযোগ উঠে আসছে।

গত বছর বিতর্ক বেঁধেছিল বিজয়ী প্রতিযোগী অর্কদীপ মিশ্রকে নিয়ে। অভিযোগ উঠেছিল, গোটা সিজন জুড়ে একই ধ‍রণের গান গেয়েও বিজেতার ট্রোফি পেয়েছিলেন তিনি। সবটাই নাকি বিচারকের আসনে অর্কদীপের ‘গুরু বোন’ ইমন চক্রবর্তী থাকার কারণে। বিচারকদের যা নয় তাই বলে অপমান করতেও পিছপা হয়নি নেটনাগরিকদের একটা বড় অংশ।

এবারের সিজনেও প্রতিযোগী সোনিয়া গজমের বিরুদ্ধে উঠেছে এমনি অভিযোগ। খড়গপুরের সোনিয়া নিজের ভিন্ন ধরণের কণ্ঠ দিয়ে অডিশন পর্ব থেকেই বিচারকদের নজর কেড়ে নিয়েছিলেন। বলিষ্ঠ কণ্ঠস্বর দিয়ে কিছু কিছু গান অত‍্যন্ত ভাল গাইতে পারেন তিনি, তাতে কোনো সন্দেহ নেই। এছাড়াও ভিন্ন ধরণের গান গাওয়ারও চেষ্টা করেছেন সোনিয়া।

কিন্তু সে সবই হিন্দি গান। দর্শকদের একাংশের প্রশ্ন, প্রতিযোগীরা প্রায় সকলেই যখন নিজেদের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আলাদা ধরণের চ‍্যালেঞ্জিং গান গাওয়ার চেষ্টা করছেন নিজেকে প্রমাণ করার জন‍্য, তখন সোনিয়া কেন শুধু হিন্দি গানেই আটকে রয়েছেন? আসলে তিনি না বাংলা জানেন আর না বলতে পারেন। তবুও হিন্দি গান গেয়েই প্রতিবার সেরা প্রতিযোগীর শিরোপা তাঁর মাথাতেই কেন উঠছে?অন‍্য অনেক প্রতিযোগীই সোনিয়ার থেকে ঢের ভাল গান বলে দাবি দর্শকদের।

https://youtu.be/3G0YQmZbvMs

ফলতঃ এবারেও বিচারকদের বিরুদ্ধে উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ। সোনিয়াকে একচোখা ভাবে ভাল ভাল বলে অন‍্য প্রতিযোগীদের সঙ্গে অবিচার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে। বিতর্কের জল এবার কতদূর গড়ায় সেটাই দেখার।

সম্পর্কিত খবর

X