রামরূপী প্রভাস, দশানন সইফ! হাস‍্যকর VFX দিয়ে ‘আদিপুরুষ’ এর টিজারও দর্শকদের মন জয়ে ব‍্যর্থ

বাংলাহান্ট ডেস্ক: পরপর ধামাকা করে চলেছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি (South Film Industry)। বলিউড যখন পাশ্চাত‍্যের ঢঙে নিজেদের ছবি তৈরিতে ব‍্যস্ত, তখন ভারতীয় সংষ্কৃতিকেই গুরুত্ব দিতে দেখা যাচ্ছে দক্ষিণ ভারতীয় ছবিকে। খুব শীঘ্রই এই তালিকায় জুড়তে চলেছে আরো একটি নাম, ‘আদিপুরুষ’ (Adipurush)।

বিভিন্ন ভাষাভাষী সিনেপ্রেমী নির্বিশেষে এই ছবির জন‍্য অপেক্ষা করে ছিলেন অনেকদিন ধরে। রামায়ণ মহাকাব‍্যের উপরে নির্ভর করে একটি ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন পরিচালক ওম রাউত। রামের ভূমিকায় প্রভাস (Prabhas), রাবণের ভূমিকায় সইফ আলি খান (Saif Ali Khan) এবং সীতার চরিত্রে কৃতি সাননকে (Kriti Sanon) দেখা যাবে শুনেই শোরগোল পড়ে গিয়েছিল দর্শক মহলে।

Adipurush
দীর্ঘ প্রতীক্ষা করানোর পর অবশেষে ২ রা অক্টোবর মুক্তি পায় ছবির টিজার। এদিন অযোধ‍্যায় সরযূ নদীর তীরে আদিপুরুষের প্রথম ঝলক প্রকাশ‍্যে আনে ছবির টিম। এর আগে আদিপুরুষের প্রথম পোস্টার দেখে হতাশ হয়েছিলেন দর্শকরা। টিজারও তেমন খুশি করতে পারল না তাদের।

কয়েক সেকেন্ডের টিজারে সইফের দশানন অবতার, লঙ্কেশকে ধ্বংস করে রামের দৃঢ় প্রতিজ্ঞা, বানর সেনাকে সঙ্গে নিয়ে রাম সেতু পার হওয়া সবটাই উঠে এসেছে টিজারে। দেখা মিলেছে সীতা এবং লক্ষণেরও। টিজারে রাম নামও শোনা গিয়েছে। কিন্তু হতাশ করেছে ছবির সিজিআই। নেটিজেনদের একটা বড় অংশের দাবি, টিজারটার মেকি ভাবটা বড্ড চোখে লাগছে।

এমনকি অনেকের মতে, অ্যানিমেশনের সাহায‍্যে যে রামায়ণ তৈরি হয়েছিল তাও এই ছবির থেকে ভাল। আদিপু্রুষের সিজিআই দেখে কয়েকজন মন্তবব‍্য করেছেন, দক্ষিণী ছবির ধাঁচে তৈরি হলেও আদিপুরুষের VFX আরো ভাল হতে পারত। আগামী বছর ১২ জানুয়ারি মুক্তি পেতে চলেছে আদিপুরুষ।


Niranjana Nag

সম্পর্কিত খবর