ছিঃ ছিঃ কী লজ্জা! বিয়ের আগেই সহবাস দেখিয়ে দর্শকদের রোষানলে স্টার জলসার এই সিরিয়াল

বাংলা হান্ট ডেস্ক : বাংলা টেলি দুনিয়ায় এখন কেবল টিআরপির (TRP) লড়াই। কারণ কে কত বেশি পয়েন্ট পেল তার উপরে ভিত্তি করে ধার্য করা হয় সিরিয়ালের জনপ্রিয়তা। আর তাই টিআরপি কম এলেই ধরে নেওয়া হয় যে সিরিয়ালটি (Bangla Serial) মানুষ আর পছন্দ করছেনা। এই চক্করে কত ভালো ভালো গল্প যে সময়ের আগেই শেষ হয়ে গেল তার ইয়ত্তা নেই। তবে সম্প্রতি স্টার জলসার (Star Jalsha) ‘তোমাদের রানি’ (Tomader Rani) গল্পে বেশ একটু নতুনত্ব আনার চেষ্টা করেছে নির্মাতারা‌।

যারা এই গল্পটি দেখতে শুরু করেছেন তারা তো জানেনই যে, রানী এবং দুর্জয় এই দু’জন হল আজকের ছেলেমেয়ে। শিক্ষা দীক্ষা এবং কেরিয়ার সবদিক দিয়েই তারা আধুনিক মনস্ক। আর সেই আধুনিক মনস্কতার সাথে তাল মিলিয়ে গল্প লিখতে গিয়ে নির্মাতারা এমন কিছু দেখিয়েছেন যা থেকে শুরু হয়ে গেছে বিতর্ক। নেটিজনদের একাংশ বলছেন, অশ্লীলতার সীমা ছাড়িয়ে গেছে নাকি।

আসলে সম্প্রতি গল্পে দেখানো হয়েছে যে, এক সুতোয় বাঁধা পড়তে চলেছে দুর্জয় এবং রানী। যা শোনার পর ভক্তরা তো বেজায় খুশি। তবে বিয়ের আগেই অনেকটাই কাছাকাছি চলে এসেছে তারা। বিয়ে না করেই এতটা ঘনিষ্ঠ হওয়াটা ঠিক মেনে নিতে পারছেনা দর্শকদের একাংশ। অনেকেই দাবি করেছেন, একটা পারিবারিক শো-তে এইসব দেখানো উচিত হয়নি।

আরও পড়ুন : কব্জি ডুবিয়ে খেতেন সুচিত্রা! পছন্দের খাবারটি খেতে যেতেন এই বিশেষ জায়গায়, জায়গাটি চিনে রাখুন

কেউ কেউ তো আবার এটাও বলছে যে, এইসব দৃশ্যের কারণেই ভুল মেসেজ পৌঁছাচ্ছে বর্তমান প্রজন্মের কাছে। তবে এইসব তর্ক বিতর্কের মধ্যেই সকলের নজর কেড়েছে একটি বিশেষ কমেন্ট। যা বাকিদের চেয়ে আলাদা তো বটেই, পাশাপাশি খানিকটা হটকেও বটে। আসলে সবাই যখন দুর্জয় আর রানীর ঘনিষ্ঠতা দেখে রেগে আগুন তখন এই ইউজার তাদের পক্ষ নিয়ে গলা তুলেছেন।

আরও পড়ুন : ‘আমরা ৪ বাঘ একসাথে…’, সলমনকে খোলাখুলি চ্যালেঞ্জ জানিয়ে ‘টাইগার ৪’র ঘোষণা সৃজিতের

তিনি লিখেছেন, ‘বিয়ের আগে যদি শারীরিক সম্পর্ক দেখানো হয় তাতে আপত্তি কোথায়? অন্য ধারাবাহিকে যখন শাশুড়ি বৌমার কুটকাচালি দেখানো হচ্ছে তখন কি সেটি শিক্ষামূলক ধারাবাহিক হিসেবে মনে করেন আপনারা? এই ধারাবাহিকটি বর্তমান যুগের ধারাবাহিক তাই স্বাভাবিকভাবেই এই ধারাবাহিকে বর্তমান প্রজন্মের মানসিকতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে আপত্তি কোথায়? বিয়ের আগে এখন প্রায় সবাই কাছাকাছি আসে, এতে নোংরামি খোঁজার কোন প্রয়োজন নেই।’

আরও পড়ুন : ত্রিশূলও হাওয়া, মহিষাসুরও গায়েব! ফোন হাতে অস্থির ‘দুর্গা’ অপরাজিতা, ব্যাপারটা কী?

 

এখানেই থেমে না থেকে তিনি আরও বলেছেন, শিক্ষামূলক ধারাবাহিক দেখতে হলে সূবর্ণলতা বা কাদম্বিনী গোয়েন্দা গিন্নির মত সিরিয়াল দেখা উচিত। গ্রামের মেয়ে বড়োলোক ছেড়ে একটু অন্য ধাঁচের গল্প থেকেও শিক্ষা নেওয়া যায়। এখান থেকে সন্তানদের বলাই যায় যে, গল্পে যেটা দেখানো হচ্ছে সেটা অনুচিত। এককথায় তিনি দর্শকদের উপরেই আঙুল তুলেছেন। এখন দেখা যাক পরবর্তী সময়ে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর