বাংলা হান্ট ডেস্কঃ ‘দলীয় কিছু কর্মীদের অসহযোগিতার কারণেই, নন্দীগ্রামে (nandigram) বিধায়ক হতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)’, সম্প্রতি সময়ে এমনই কিছু মন্তব্য পরিবেষ্টিত ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপ ঘিরে তোলপাড় রাজনৈতিক মহল। আরও কথা উঠেছে, ভাইরাল হওয়া অডিও ক্লিপে থাকা কণ্ঠস্বর তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর (subrata bakshi)।
একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর নন্দীগ্রামের ফলাফল নিয়ে বহুবার মুখ খুলেছেন শাসক দল। তাঁদের দাবি, নন্দীগ্রামে ভোটগণনায় কারচুপি করা হয়েছে। আর এই বিষয় নিয়ে এখনও মামলা চলছে হাই কোর্টে। আর এরই মধ্যে এক অডিও ক্লিপ ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।
আসন্ন কলকাতা পুরনির্বাচনে ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়। রবিবার সেখানেই তাঁর সমর্থনে এক কর্মীসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত স্থানীয়দের দাবি, এই কর্মীসভা থেকেই এমন মন্তব্য করেছেন সুব্রত বক্সী।
জানা গিয়েছে, এদিন সুব্রত বক্সী বলেন, ‘দলীয় কিছু কর্মীর অসহযোগিতার কারণেই, নন্দীগ্রামে বিধায়ক হতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এটা আমাদের কাছে গর্বের বিষয়, যে ভবানীপুরের মাটি থেকেই তৃতীয় বারের জন্য জয়ী হয়ে আবারও বাংলার মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মুখ্যমন্ত্রী’।
এই ভাইরাল হওয়া অডিও ক্লিপে যে কন্ঠস্বর শোনা যাচ্ছে, সেটা যে তাঁর নিজেরই তা স্বীকার করে নিয়েছেন সুব্রত বক্সী। তিনি বলেন, ‘নন্দীগ্রামে ষড়যন্ত্র ও চক্রান্ত যেমন হয়েছিল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তেমনই কিছু কর্মীরা অসহযোগিতাও করেছিল। তবে মুখ্যমন্ত্রী সর্বদাই নন্দীগ্রামকে সম্মান করে এসেছেন এবং আগামীতেও আমরা পাশে থাকব’।
তবে সুব্রত বক্সীর এমন মন্তব্যের পর তৃণমূলের পক্ষ থেকে বিশেষ কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশেষজ্ঞ মহলের ধারণা, নির্বাচনের পর যে অভিযোগ তুলেছিল সবুজ শিবির, তা আবারও প্রমাণিত হয়ে গেল।