বছরের শুরুতেই তিনটি একদিনের ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তবে এই ভারত সফরে অস্ট্রেলিয়ার নিয়মিত কোচ জাস্টিন লাঙ্গার ছুটিতে থাকবেন, তার পরিবর্তে ভারত সফরে অস্ট্রেলিয়া দলের কোচের দায়িত্বে থাকবেন দীর্ঘদিন ধরে অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পালন করা অন্ড্রু ম্যাকডোনাল্ড। আর কোচের দায়িত্বে এসেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন অন্ড্রু ম্যাকডোনাল্ড। বিশ্বকাপ খেলা সাত ক্রিকেটার কে বাদ দিয়েই ভারত সফরের জন্য দল ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া।
ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে আসার জন্য যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড সেই দল থেকে বাদ পড়েছেন বিশ্বকাপ খেলা সাতজন ক্রিকেটার তারা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, উসমান খোয়াজ, মার্কাস স্টাইনিস, নাথান কুলতাননাইন, শন মার্শ, নাথান লিও। এছাড়াও চোটের কারণে ভারত সফর থেকে ছিটকে গিয়েছিল জেসন বেহরেনডার্ফ। বেশ কয়েকটি টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করার ফলে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন মার্নাস ল্যাবুশানে। সেই সাথে আরো বেশ কয়েকজন ক্রিকেটার ফিরে এসেছেন অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে।
একনজরে দেখে নেওয়া যাক ভারত সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ওয়ানডে দল:-
অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, জোস হ্যাজলউড, অ্যাস্টন আগার, শন অ্যাবোট, পিটার হ্যান্ডসকম্ব, কেন রিচার্ডসন, মার্নাস ল্যাবুশানে, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক এবং অ্যাস্টন টার্নার।
ভারত বনাম অস্ট্রেলিয়া সূচি:-
প্রথম একদিনের ম্যাচ 14 ই জানুয়ারি, 2020 (মুম্বাই)।
দ্বিতীয় একদিনের ম্যাচ 17 ই জানুয়ারী 2020 (রাজকোট)।
তৃতীয় একদিনের ম্যাচ 19 ই জানুয়ারি 2020 (বেঙ্গালুরু)।