স্টয়নিস-ওয়েডের জোড়া ফলায় বিধ্বস্ত পাকিস্তান, ৫ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে অস্ট্রেলিয়া

বাংলা হান্ট ডেস্কঃ ইতিমধ্যেই সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে ফাইনালের টিকিট কেটে ফেলেছে উইলিয়ামসনের কালো ঘোড়ারা। বৃহস্পতিবার মরু দেশে দ্বিতীয় স্থানের জন্য লড়াইয়ে নেমেছিল পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। ফিঞ্চের টসের ভাগ্য ভালো থাকলেও বোলিংয়ের ক্ষেত্রে অবশ্য আজ তেমন সুবিধা করে উঠতে পারেনি অস্ট্রেলিয়া। টসে জিতে এদিন পাকিস্তানকে প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন অজি অধিনায়ক। তবে ফর্মে থাকা বাবর এবং রিজওয়ানের সৌজন্যে ওপেনিংয়েই দুর্দান্ত পার্টনারশিপ গড়ে তোলে পাকিস্তান।

একদিকে যেমন 39 রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন বাবর তেমনি অন্যদিকে 52 বলে তিনটি চার ও চারটি ছয়ের দৌলতে 67 রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন রিজওয়ান। অর্ধশতরান পান ফখর জামানও। এদিনও মাত্র 32 বলে মারমুখী 55 রানের ইনিংস উপহার দেন তিনি। তাদের সুন্দর ব্যাটিংয়ের দৌলতেই নির্ধারিত 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 176 রানের বড় লক্ষ্যমাত্রা খাড়া করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার হয়ে বৃহস্পতিবার সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন স্টার্ক, অন্যদিকে একটি করে উইকেট পান জাম্পা এবং কামিন্স।

জবাবে ব্যাট করতে নেমে অবশ্য শুরু থেকেই উইকেট হারাতে শুরু করে অস্ট্রেলিয়া। এদিন খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফেরান শাহীন আফ্রীদি। শুধু জোরে বোলিং নয় বরং স্পিনের ঘূর্ণিপাকেই এদিন বেশি বিপাকে পড়তে হয় অজি ব্যাটসম্যানদের। মিচেল মার্শ(28), স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল সকলেই আজ লেগ স্পিনার শাদাব খানের শিকার হন। এমনকি ব্যাট হাতে একমাত্র জ্বলে ওঠা ডেভিড ওয়ার্নারকেও 49 রানের মাথায় সাজঘরের রাস্তা দেখান শাদাব। নিজের নির্ধারিত 4 ওভারে মাত্র 26 রানে চার উইকেট শিকার করে এদিন রীতিমতো অস্ট্রেলিয়ার কোমর ভেঙে দেন তিনি।

https://twitter.com/T20WorldCup/status/1458853821338177537?t=8e6a3kMBqjNduDS0D09BTQ&s=19

কিন্তু শেষ বেলায় এদিন অস্ট্রেলিয়াকে ফের একবার ম্যাচে ফেরান মার্কাস স্টয়নিস। উইকেটকিপার ম্যাথু ওয়েডকে সাথে নিয়ে বৃহস্পতিবার লড়াই চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত স্টয়নিসের 40 এবং ওয়েডের 41 রানের মারমুখী ইনিংসের দৌলতে এক ওভার বাকি থাকতেই 5 উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া।

 

Abhirup Das

সম্পর্কিত খবর