বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সিরিজের মাঝপথে দেশে ফিরে যেতে বাধ্য হয়েছিলেন তিনি। সকলে সঠিক কারণ না জানলেও এটুকু অফিসিয়ালি জানানো হয়েছিল যে পারিবারিক কোনো সমস্যার কারণে দেশে ফিরছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তার বদলে বর্তমানে ভারতের বিরুদ্ধে শেষ দুটি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করছেন স্টিভ স্মিথ। কিন্তু তার মধ্যেই অস্ট্রেলিয়া থেকে ভেসে এলো খারাপ খবর।
যে কারণে জন্য কামিন্স দেশে ফিরেছিলেন তা সফল হয়নি। আজই তার মা, মারিয়া কামিন্স শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দুঃখজনক এই ঘটনাটি সামনে আসার পর গোটা ক্রিকেট বিশ্ব কামিন্সকে সহানুভূতি জানাচ্ছে। এই বিষয়টি অফিসিয়ালি ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং তারাও তাদের নিয়মিত টেস্ট অধিনায়কের এই অপূরণীয় ক্ষতির কারণে দুঃখ প্রকাশ করেছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়া টুইট করেছে, “রাতারাতি মারিয়া কামিন্সের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষ থেকে, আমরা প্যাট, কামিন্সের পরিবার এবং তাদের বন্ধুদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই। অস্ট্রেলিয়ান পুরুষ দল আজ শ্রদ্ধার চিহ্ন হিসাবে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে।”
We are deeply saddened at the passing of Maria Cummins overnight. On behalf of Australian Cricket, we extend our heartfelt condolences to Pat, the Cummins family and their friends. The Australian Men’s team will today wear black armbands as a mark of respect.
— Cricket Australia (@CricketAus) March 10, 2023
প্রসঙ্গত, এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল ভারতের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচটি খেলছে আহমেদাবাদ। প্রথম দিনের শেষে তারা ৪ উইকেট খুঁইয়ে ২৫৫ রান করেছেন। শতরান করে অপরাজিত রয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাওয়াজা। ৪৯ রানের ব্যক্তিগত স্কোরের অপরাজিত রয়েছেন ক্যামেরুন গ্রিন। আজ দ্বিতীয় দিনে তারা ভারতের সামনে একটি বড় স্কোর গড়ে তুলতে চাইবে।