অশ্বিনদের ঘূর্ণিতে তাসের ঘরের মতো ভাঙলো অস্ট্রেলিয়া! বিরাট ব্যবধানে জয় ভারতের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিজেদের দ্বিতীয় ইনিংসে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারল না অস্ট্রেলিয়া। অশ্বিন, জাদেজার স্পিন জালের সামনে তাসের ঘরের মতো ধ্বসে গেল অজি ব্যাটিং লাইন আপ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ধ্বংস করলেন অশ্বিন। এটি তার কেরিয়ারের ৩১তম ফাইফার। প্রথম ইনিংসে বল হাতে হিরো হওয়া জাদেজা দ্বিতীয় ইনিংসে নিলেন ২ উইকেট। উইকেট পেলেন অক্ষর প্যাটেলও। ইনিংস ও ১৩২ রানের বিরাট ব্যবধানে জয় পেল ভারত।

virat ashwin

গতকাল জাদেজা এবং অক্ষরের জুটি নাগপুরে অজিদের হতাশা বাড়িয়েছিল। তাই আজ যখন রবীন্দ্র জাদেজা (৭০) দলগত ৩২৮ রানের মাথায় টড মার্ফির ষষ্ঠ শিকারে পরিণত হন, তখন কামিন্স বাহিনী নিশ্চয়ই ভেবেছিল যে তারা ভারতের লিডকে ২০০ রানের নীচেই রাখতে পারবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন অক্ষর এবং ভারতের দুই টেল এন্ডার শামি ও সিরাজ।

ভারতীয় দল এই টেস্টে যে একাদশ মাঠে নামিয়েছে তার ব্যাটিং গভীরতা অত্যন্ত বেশি। মহম্মদ শামি, যিনি ১০ নম্বরে ব্যাট করতে নামেন, তারও টেস্ট ম্যাচে অর্ধশতরান রয়েছে। আজ পঞ্চাশের গণ্ডি ছুঁতে না পারলেও দুটি চার ও তিনটি ছক্কা সহ ৩৭ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের লিডকে ২০০ রানের গন্ডি অতিক্রম করতে সাহায্য করেন।

অক্ষর প্যাটেল (৮৪) কাল আগ্রাসী ব্যাটিং করছিলেন। আজ জাদেজা আউট হওয়ার পর আশ্চর্য পরিণতি বোধের পরিচয় দিলেন। নিজের উইকেটের গুরুত্ব খুব ভালই যে বোঝেন সেটা আরও একবার প্রমাণ করে দিলেন অক্ষর। সবচেয়ে বড় কথা তিনি শামি কিংবা সিরাজকে বেশি আড়াল করার চেষ্টা করেননি। তাদের ব্যাটিং দক্ষতার উপর ভরসা রেখেছেন এবং নিজে রান করে গিয়েছেন এবং ভারতকে দিয়েছেন ২২৩ রানের লিড।

এরপর শুরু থেকেই স্পিনারদের বিরুদ্ধে বিপাকে পড়তে দেখা যায় অজি ব্যাটারদের। দুই ওপেনারকে অশ্বিন ফেরত পাঠানোর পর গোটা অস্ট্রেলিয়ান মিডল অর্ডারকেও ধ্বংস করে দেন অশ্বিন। দুই টেল এন্ডারকে ফেরত পাঠান শামি। গোটা ম্যাচে তিন উইকেট নিয়েছেন ভারতীয় পেসার। দ্বিতীয় ইনিংসে স্টিভ স্মিথ (২৫) ছাড়া আর কেউই প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। ৯১ রানে শেষ হয়ে যায় অজিদের প্রতিরোধ। গোটা ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য রবীন্দ্র জাদেজারই ম্যাচের সেরা পুরস্কার পাওয়া উচিত।


Reetabrata Deb

সম্পর্কিত খবর