১২৯ মিটার! ভারতের বিরুদ্ধে T20-তে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ছক্কা হাঁকালেন অস্ট্রেলিয়ার তারকা প্লেয়ার

Published on:

Published on:

Australia star player hits longest six in international cricket.
Follow

বাংলা হান্ট ডেস্ক: হোবার্টে ভারত বনাম অস্ট্রেলিয়ার (Australia) মধ্যে তৃতীয় T20 ম্যাচে, টিম ডেভিড তাঁর দুর্দান্ত ব্যাটিং দক্ষতা দিয়ে সবার মন জয় করেছেন। এই ডানহাতি ব্যাটার মাত্র ২৩ বলে হাফ-সেঞ্চুরি করেন। যেখানে তিনি এমন একটি বিষয় ঘটিয়েছেন যেটি ইতিমধ্যেই ক্রিকেট অনুরাগীদের মধ্যে সাড়া ফেলেছে। মূলত, এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘতম ছক্কা মেরছেন। টিম ডেভিড অক্ষর প্যাটেলের করা একটি ওভারে এই ছক্কাটি মারেন।

রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার (Australia) টিম ডেভিড:

উল্লেখ্য যে, ডেভিড ১১০ বা ১২০ মিটারের নয়, বরং ১২৯ মিটারের লম্বা ছক্কা মারেন। যেটিকে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের দীর্ঘতম ছক্কা হিসেবে স্বীকৃতি দিয়েছে। জানিয়ে রাখি যে, মেলবোর্ন T20-তে অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ ১২৪ মিটার ছক্কা মেরেছিলেন। কিন্তু, এবার টিম ডেভিড তাঁকে টেক্কা দিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by cricket.com.au (@cricketcomau)

টিম ডেভিডের রেকর্ড-ব্রেকিং ছক্কা: অস্ট্রেলিয়ার (Australia) ইনিংসের সপ্তম ওভারে, টিম ডেভিড অক্ষর প্যাটেলের মুখোমুখি হন। অক্ষর প্যাটেল তাঁর ওভারে একটি ফুল-লেন্থ বল করেন। যেটি টিম ডেভিড বোলারের মাথার ওপর দিয়ে উড়িয়ে দেন। বলটি হোবার্ট স্টেডিয়ামের ছাদে গিয়ে পড়ে এবং ছক্কাটি ছিল ১২৯ মিটার লম্বা। অক্ষর প্যাটেলের ওভারে টিম ডেভিড ২ টি ছক্কা মারেন।

আরও পড়ুন: বিশ্বকাপের আগেই বড় সিদ্ধান্ত! T20 থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন

টিম ডেভিডের দুরন্ত হাফ-সেঞ্চুরি: টিম ডেভিড ওই বড় ছক্কা মেরেই থেমে থাকেননি। বরং, ওই ডানহাতি ব্যাটার তার পরের ওভারেই শিবম দুবের বোলিংয়েও ৩ টি চার মেরে মাত্র মাত্র ২৩ বলে নিজের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তবে, শিবম দুবের বলে টিম ডেভিড আউট হন। ডেভিড ৩৮ বলে ৭৪ রান করেন।

টিম ডেভিডের অসাধারণ রেকর্ড: ওই ইনিংস চলাকালীন, টিম ডেভিড একটি বিশেষ রেকর্ডও অর্জন করেন। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ টি ছক্কা হাঁকান। টিম ডেভিড মাত্র ৯৩১ টি বলে ১০০ ছক্কা হাঁকানো অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মধ্যে প্রথমসারিতে রয়েছেন। এভিন লুইসের পরেই তিনি এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। লুইস ৭৮৯ বলে ১০০ টি T20 ছক্কা হাঁকিয়েছিলেন।