দুঃসাহসী অস্ট্রেলিয়াকে সাহায্য করলো ভাগ্য! টস জিতে ব্যাটিং করার আগে দল নির্বাচনে বড় চমক কামিন্সের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার (Australia Cricket Team) মুখোমুখি হয়েছে। আর এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এই সিদ্ধান্ত বড় তফাৎ করে দিতে পারে ম্যাচে। ভারত অধিনায়ক রোহিত শর্মাও জানেন যে চেন্নাইয়ের পিচে ম্যাচ যত গড়াবে ততই স্পিনাররা সাহায্য পাবেন। ব্যাটিং করার সবচেয়ে ভালো সময় হচ্ছে প্রথম ইনিংস। ফলে এই ম্যাচে কিছুটা এগিয়ে থেকেই শুরু করছে অস্ট্রেলিয়া। ভারত এবং অস্ট্রেলিয়ার (India vs Australia) মধ্যে ওডিআই ফরম্যাটে এটি ১৫০ তম সাক্ষাৎ। ম্যাচটি জিততে মরিয়া থাকবে দুই পক্ষই।

কিন্তু অস্ট্রেলিয়া দল নির্বাচনে এদিন একটা চমক রয়েছে। দলে মাত্র একজন প্রধান স্পিনার নিয়ে মাঠে নেমেছে অজিরা। অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে থাকছেন অ্যাডাম জাম্পা। কিন্তু এই তারকা লেগ স্পিনার ছাড়া আর কোন প্রধান স্পিনার দলে নেই অজিদের।

এখানে অতিরিক্ত দায়িত্ব নেবেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটিংয়ের পাশাপাশি তার অফ স্পিন বোলিংও এই ম্যাচে অজিদের বড় অস্ত্র হতে চলেছে। সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে একটি ওডিআই ম্যাচ খেলে বল হাতে চার উইকেট নিয়েছিলেন তিনি। কিন্তু তাও বলতে গেলে দুই স্পিনার নিয়ে মাঠে নামার এই সিদ্ধান্ত বেশ সাহসী সিদ্ধান্ত তা নিয়ে কোনও সন্দেহ নেই।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড

অপরদিকে ভারতীয় দলে নেই শুভমান গিল। তার জায়গায় আজ ওপেন করতে নামবেন ঈশান কিষাণ। বাকি ভারতীয় দলে কোনো রকম চমক নেই। প্রত্যাশামতোই তিন স্পিনার নিয়ে মাঠে নেমেছেন রোহিত।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা, ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, যশপ্রীত বুমরা

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর